ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার জেসন রয়
- Update Time : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / 24
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসরের ঢাকা পর্ব শেষ করে এখন শুরু হয়েছে সিলেট পর্ব। ঢাকা পর্বের ব্যর্থতা ভুলে দলগুলো সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে মরিয়া। ঢাকা পর্ব শেষে সিলেট পর্বে এসে ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার জেসন রয়।
সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেটে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি। তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন চিত্রনায়ক এবং ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন।
টি-টোয়েন্টি ক্রিকেটে তুমুল জনপ্রিয় ক্রিকেটার জেসন রয়। মারকুটে এই ব্যাটার এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। সাইম আইয়ুব না আসার কারণে ঢাকার ওপেনিং বর্তমানে কিছুটা নড়বড়ে। সেখানে স্বস্তি ফিরতে পারে রয়ের সংযোজনে। এছাড়া ড্রাফটে অবিক্রীত দেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রংপুরের বিপক্ষে সিলেট পর্বের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা আছে ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যানের।
এদিকে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচের মধ্যে সবকটিতে হেরে টেবিলের একদম তলানিতে রয়েছে ঢাকা। আজকে তারা নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে।