চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

  • Update Time : ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / 100

খালেদ আহমেদের ফুলার লেংথের বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন সাকিব আল হাসান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ বলে ২ রান। ফলে ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দলটি। সাকিবের ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিল বল দেখতে সমস্যা হচ্ছিল তার।

ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান নিশ্চিত করেছিলেন এই ম্যাচের চোখের সমস্যায় পড়তে হয়েছে তাকে। বল ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না তিনি। তবে বল হাতে ঠিকই নিজের কাজটা করে দিয়েছিলেন সাকিব। নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

যদিও ম্যাচ শেষে রংপুর পেয়েছে দুঃসংবাদ। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব। ফলে অনির্দিষ্টকালের জন্য এই অলরাউন্ডারকে পাচ্ছে না রংপুরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে আশা করা যাচ্ছে চিকিৎসা শেষে সিলেট পর্বে আবারও দেখা যেতে পারে সাকিবকে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে কাল সিঙ্গাপুর যাচ্ছে।’

গেল বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা ভুগছেন সাকিব। বিপিএলের আগে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিল যুক্তরাজ্যেও। তবে এখনও এই সমস্যা বয়ে বেড়াচ্ছেন তিনি। নিয়মিত চিকিৎসকের সঙ্গে সাকিবের কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন সোহান।

Tag :

Please Share This Post in Your Social Media


চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

Update Time : ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

খালেদ আহমেদের ফুলার লেংথের বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন সাকিব আল হাসান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ বলে ২ রান। ফলে ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দলটি। সাকিবের ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিল বল দেখতে সমস্যা হচ্ছিল তার।

ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান নিশ্চিত করেছিলেন এই ম্যাচের চোখের সমস্যায় পড়তে হয়েছে তাকে। বল ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না তিনি। তবে বল হাতে ঠিকই নিজের কাজটা করে দিয়েছিলেন সাকিব। নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

যদিও ম্যাচ শেষে রংপুর পেয়েছে দুঃসংবাদ। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব। ফলে অনির্দিষ্টকালের জন্য এই অলরাউন্ডারকে পাচ্ছে না রংপুরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে আশা করা যাচ্ছে চিকিৎসা শেষে সিলেট পর্বে আবারও দেখা যেতে পারে সাকিবকে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে কাল সিঙ্গাপুর যাচ্ছে।’

গেল বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা ভুগছেন সাকিব। বিপিএলের আগে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিল যুক্তরাজ্যেও। তবে এখনও এই সমস্যা বয়ে বেড়াচ্ছেন তিনি। নিয়মিত চিকিৎসকের সঙ্গে সাকিবের কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন সোহান।