হারের পর জরিমানার পাশাপাশি পয়েন্টও হারাল ভারত
- Update Time : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / 93
স্পোর্টস ডেস্ক
সাউথ আফ্রিকার পেস আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে ভারত। ব্যাটারদের ব্যর্থতায় প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ও ৩২ রানে হেরেছে সফরকারীরা। এমন হারের পর স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি জরিমানার সঙ্গে দুই পয়েন্টও হারাতে হয়েছে রোহিত শর্মার দলকে।
সেঞ্চুরিয়নে পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছেন সাউথ আফ্রিকার পেসাররা। কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ভারতের ব্যাটারদের জন্য। দ্রুত অল আউট হয়ে যাওয়ার পর ডিন এলগারের দারুণ ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে তারা। প্রথম ইনিংসে এলগারের ১৮৫ রানের ওপর ভর করে ৪০৮ রান তোলে সাউথ আফ্রিকা। তাদের অল আউট করতে ভারতকে ১০৮.৪ ওভার বোলিং করতে হয়েছে। নির্ধারিত সময়ের হিসেবে দুই ওভার পিছিয়ে ছিল তারা। যার ফলে জরিমানার মুখে পড়তে হয়েছে ভারতকে। আইসিসির নিয়ম অনুযায়ী, পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতি ওভারের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি পয়েন্টও কাটা হয়ে থাকে। ভারত দুই ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে দুটি পয়েন্টও কেটে নেয়া হয়েছে। রোহিতদের বিপক্ষে অভিযোগ আছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন ভারতের অধিনায়ক। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত করেছে। এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬ পয়েন্ট নিয়ে মাঠে নামে ভারত। কিন্তু জরিমানার পর তাদের বর্তমান পয়েন্ট হয়েছে ১৪।
যা ৪৪.৪৪ শতাংশ থেকে নেমে ৩৮.৮৯ শতাংশে দাঁড়িয়েছে। তাই পয়েন্ট টেবিলে তারা ছয় নম্বরে নেমে গেছে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ম্যাচ খেলে শতভাগ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাউথ আফ্রিকা। ৫০ শতাংশ নিয়ে যথাক্রমে দুই, তিন, চারে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। ৪৫.৮৩ শতাংশ নিয়ে পাকিস্তান আছে টেবিলের পাঁচ নম্বরে।