বিশ্বকাপ মার্শের অনবদ্য ১৭৭*, হার দিয়েই বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

  • Update Time : ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / 153

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করেছে বাংলাদেশ। ৭৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের বড় সংগ্রহে অবদান রেখেছেন তাওহীদ হৃদয়। জবাবে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সতর্ক সূচনা করে অস্ট্রেলিয়া। যদিও বেশীক্ষণ তাদের স্থায়ী হতে দেননি তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে বিপজ্জনক ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে বিদায় করেন তাসকিন। তার ব্যাক অব দ্যা লেংথ ডেলিভারিটি আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট চালানো হেডের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ফেরার আগে ১১ বলে ১০ রান করেন অজি এই ওপেনার।

হেড ফেরার পর দ্রুত রান তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। উইকেটে এসেই আগ্রাসীভাবে খেলতে থাকেন মার্শ। শেখ মেহেদীর একই ওভারে তিনটি চার মারেন তিনি। পরের ওভারে তাসকিন আহমেদকে একটি করে চার ছক্কা মারেন তিনি। অষ্টম ওভারেই দলীয় রান পঞ্চাশ ছাড়ায় অজিদের। ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মার্শ।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্বকাপ মার্শের অনবদ্য ১৭৭*, হার দিয়েই বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

Update Time : ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করেছে বাংলাদেশ। ৭৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের বড় সংগ্রহে অবদান রেখেছেন তাওহীদ হৃদয়। জবাবে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সতর্ক সূচনা করে অস্ট্রেলিয়া। যদিও বেশীক্ষণ তাদের স্থায়ী হতে দেননি তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে বিপজ্জনক ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে বিদায় করেন তাসকিন। তার ব্যাক অব দ্যা লেংথ ডেলিভারিটি আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট চালানো হেডের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ফেরার আগে ১১ বলে ১০ রান করেন অজি এই ওপেনার।

হেড ফেরার পর দ্রুত রান তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। উইকেটে এসেই আগ্রাসীভাবে খেলতে থাকেন মার্শ। শেখ মেহেদীর একই ওভারে তিনটি চার মারেন তিনি। পরের ওভারে তাসকিন আহমেদকে একটি করে চার ছক্কা মারেন তিনি। অষ্টম ওভারেই দলীয় রান পঞ্চাশ ছাড়ায় অজিদের। ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মার্শ।