সাকিবকে পাথর মারার হুমকি ম্যাথিউসের ভাইয়ের
- Update Time : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / 118
স্পোর্টস ডেস্ক
অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ হওয়ার ঘটনায় তর্ক-বিতর্ক চলছেই। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। এবার বিতর্কে শামিল হয়েছেন ম্যাথুসের ভাই। শ্রীলঙ্কায় আন্তর্জাতিক কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গেলে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি দিয়েছেন ট্রেভিন ম্যাথুস।
সাকিব আল হাসানের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের ভাই। শ্রীলঙ্কার হয়ে ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলা ট্রেভিন ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে জানিয়েছেন, ‘বাংলাদেশ অধিনায়কের কাণ্ডে আমরা খুবই হতাশ। তার মধ্যে কোনো ধরনের ক্রীড়ানুরাগী মনোভাব নেই। এমনকি ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনো ধরনের মানবতাও দেখাননি সাকিব। আমরা তার কাছ থেকে কখনোই এটা আশা করিনি।’
বিশ্বসেরা অলরাউন্ডারকে রীতিমতো হুমকি দিয়ে ম্যাথুসের ভাই বলেছেন, ‘শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না সাকিবকে। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে। এমনকি ভক্ত-সমর্থকদের রোষাণলের মুখে পড়তে হবে।’
ভারতীয় সংবাদমাধ্যমকে ‘টাইমড আউট’ নিয়ে ট্রেভিন বলেছেন, ‘আমার ভাইয়ের কোনো দোষ ছিল না। অ্যাঞ্জেলো নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজের মধ্যে ছিল। তবে হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যাওয়ায় আমার ভাইয়ের দোষ ছিল না।’
সময়ের মধ্যে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। হেলমেটের ফিতা ছেঁড়া হওয়ায় ২ মিনিটের মধ্যে প্রথম বলটা খেলতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। তখনই ‘টাইমড আউট’-এর আবেদন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের আবেদনের প্রেক্ষিতে লঙ্কান ব্যাটারকে আউট ঘোষণা করেন আম্পায়ার।
অ্যাঞ্জেলো ম্যাথুমের বিতর্কিত ‘টাইমড আউট’ ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। তিনি ম্যাচের বিরতির সময়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আইসিসি ও এমসিসির আইন অনুযায়ী, একজন ব্যাটার আউট হলে কিংবা আহত বা অবসর হলে দুই মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে মাঠে এসে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। টিভি আম্পায়ার সময় পর্যবেক্ষণ করবেন এবং মাঠের আম্পায়ারের নজরে আনবেন।’
আদ্রিয়ান হোল্ডস্টোক আরও বলেছেন, ‘হেলমেটের স্ট্র্যাপের বিষয়টি আসার আগে ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস উইকেটে আসতে নির্ধারিত দুই মিনিটের বেশি সময় নিয়েছেন। আইন অনুযায়ী, ফিল্ডিং অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে বলেছেন, তিনি আবেদন করতে চান। আর তাই তাকে আউট দেওয়া হয়েছিল।’