বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

  • Update Time : ০৩:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / 125

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপে অন্তর্গত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলের কাছে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে টিম টাইগ্রেস।

শনিবার (৪ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদিয়া ইকবালের বোলিং তোপে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ৮২ রানের জবাবে ৫ উইকেট ও ১৫১ বল বাকি হাতে রেখে সহজে জয় তুলে নেয় পাকিস্তান নারী দল।

মাত্র ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে আউট হন ওপেনার শাদাব শামস। ৪২ রানের মধ্যে আরও তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু অধিনায়ক নিদা দার ও আলিয়া রিয়াজ ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে জয়ের কাছে নিয়ে যান। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দল। ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে টিম টাইগ্রেস। দলীয় ২৫ রানে ফিরে যান অলরাউন্ডার স্বর্না আক্তারও। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে লড়াই করতে থাকেন ফাহিমা খাতুন। তবে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন জ্যোতি। ফাহিমা ১৮ রান করে আউট হন। ব্যাটারদের ব্যর্থতায় ৮১ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল এছাড়া অধিনায়ক নিদা দার ৩ উইকেট নেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

Update Time : ০৩:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপে অন্তর্গত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলের কাছে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে টিম টাইগ্রেস।

শনিবার (৪ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদিয়া ইকবালের বোলিং তোপে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ৮২ রানের জবাবে ৫ উইকেট ও ১৫১ বল বাকি হাতে রেখে সহজে জয় তুলে নেয় পাকিস্তান নারী দল।

মাত্র ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে আউট হন ওপেনার শাদাব শামস। ৪২ রানের মধ্যে আরও তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু অধিনায়ক নিদা দার ও আলিয়া রিয়াজ ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে জয়ের কাছে নিয়ে যান। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দল। ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে টিম টাইগ্রেস। দলীয় ২৫ রানে ফিরে যান অলরাউন্ডার স্বর্না আক্তারও। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে লড়াই করতে থাকেন ফাহিমা খাতুন। তবে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন জ্যোতি। ফাহিমা ১৮ রান করে আউট হন। ব্যাটারদের ব্যর্থতায় ৮১ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল এছাড়া অধিনায়ক নিদা দার ৩ উইকেট নেন।