সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে
- Update Time : ০৪:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / 115
স্পোর্টস ডেস্ক
কলকাতায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে পাকিস্তান। একটি জয়ই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে সেমিফাইনালে খেলার স্বপ্ন নতুন করে দেখাচ্ছে। প্রতিযোগিতার শেষ চারে জায়গা পৌঁছাতে হলে পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারাতেই হবে বাবর বাহিনীর। এমনকি ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেও নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলেছ পাকিস্তান। এর মধ্যে ৩টিতে জয়ের বিপরীতে ৪টিতেই পরাজিত হয়েছে বাবর আজমের দলকে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। আর চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে হলে, প্রথমত পরের ২ ম্যাচ জিততেই হবে। দ্বিতীয়ত, যতটা সম্ভব নেট রানরেট বাড়িয়ে নিতে হবে বর-রিজওয়ানদের।
পাকিস্তানের সেমিফাইনালে ওঠার লড়াইটা মূলত নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী শনিবার কিউইদেরই বিপক্ষে খেলতে নামবে বাবর বাহিনী। পাকিস্তান আগে ব্যাটিং করলে নিউজল্যান্ডকে হারাতে হবে ৮৩ রানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ৩৫ ওভারের মধ্যে বা কমপক্ষে ৯০ বল বাকি রেখে। এই ব্যবধানে জিতলেই নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বাবর-রিজওয়ানদের।
গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের হারায় নিউজিল্যান্ডের নেট রানরেট অনেক কমে গেছে। বর্তমান কিউইদের নেট রানরেট +০.৪৮৪ অন্যদিকে পাকিস্তানের নেট রানরেট –০.০২৪। পরের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের নির্দিষ্ট ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান।