তারকা ক্রিকেটারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো শ্রীলঙ্কা
- Update Time : ০৪:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / 109
স্পোর্টস ডেস্ক
গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যৌন কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। গত মাসের শেষ দিকেই তাকে মুক্তি দেয় অস্ট্রেলিয়ার আদালত। যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ বহাল ছিল তার বিরুদ্ধে। এবার সেখান থেকেও মুক্তি পেলেন গুনাথিলাকা। শ্রীলঙ্কার হয়ে খেলতে আর বাধা রইল না তার।
গুনাথিলাকার মামলা অস্ট্রেলিয়াতে চললেও এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এসএলসি। এবার সেই কমিটির প্রতিবেদনের কারণেই সব ধরনের অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন শ্রীলঙ্কার এই টপ অর্ডার ব্যাটার।গুনাথিলাকার বিরুদ্ধে ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীকে পানশালায় ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুতর ছিল অনুমতি ছাড়াই, ইচ্ছার বিরুদ্ধে সেই নারীর সঙ্গে গুনাথিলাকার যৌন সম্পর্কে জড়ানো।
প্রাথমিকভাবে এই চারটি অভিযোগই আমলে নিয়ে লঙ্কান এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামে অস্ট্রেলিয়ার স্থানীয় পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর সেই অভিযোগ থেকে মুক্তি পান গুনাথিলাকা। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে লঙ্কান এই ক্রিকেটারকে অব্যাহতি দেয় সিডনির আদালত। এর মধ্যে তিনটি অভিযোগ গত মে মাসেই নাকচ হয়ে গিয়েছিল। ফলে একটি অভিযোগের খড়গ ঝুলছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগটিই ২৮ সেপ্টেম্বর নাকচ করে দেয় সিডনি আদালতের বিচারক সারাহ হাগেট। তিনি গুনাথিলাকাকে নির্দোষ বলে রায় দেন।
গুনাথিলাকার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৫ সালে। এরপর ৮টি টেস্ট ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার লঙ্কান ক্রিকেটের আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছিলেন তিনি।