সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

  • Update Time : ০৫:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / 134

স্পোর্টস ডেস্কঃ

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কিউই অধিনায়ক।

শুক্রবার (১৩ অক্টোবর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয় দুই দলের মাঠের লড়াই।

বিশ্বকাপে জয়ে ফেরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। ১৩ ওভার শেষ হতেই বাংলাদেশ হারিয়ে বসেছে প্রথম চার ব্যাটসম্যানকে।

জন্মদিনে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশি ওপেনার লিটন দাশ। সেই ম্যাচেই কিনা প্রথম বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে মারতে গিয়ে ফাইন লেগে ম্যাট হেনরির ক্যাচ হয়ে ফেরেন তিনি। শুরুতে উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের ব্যাটে শুরুর চাপ কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৪০ রানে আরেক ওপেনার তামিম ফেরার পর এবার ৫৬ রানে ফিরলেন মিরাজও। লাকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হওয়ার আগে মিরাজের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩০ রান। আর মিরাজ আউট হওয়ার পর যেখানে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৮ বল টিকে ছিলেন। মন খুলে ব্যাটিং করতে পারলেন কই। গ্লেন ফিলিপসকে বোলিংয়ে আনার প্রথম বলেই কনওয়ের কাছে ক্যাচ তুলে দিলেন শান্ত।

৫০ রানের জুটি গড়ে চাপ সামলানোর লড়াই চালিয়ে যাচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৫৬ রানে ৬৪ উইকেট হারানোর পর এ দুজনের ব্যাটে ১০০ রানের সীমা পেরিয়েছে বাংলাদেশ। মুশফিক ৫৩ ও সাকিব ৩৪ রান নিয়ে ব্যাট করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

Update Time : ০৫:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কিউই অধিনায়ক।

শুক্রবার (১৩ অক্টোবর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয় দুই দলের মাঠের লড়াই।

বিশ্বকাপে জয়ে ফেরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। ১৩ ওভার শেষ হতেই বাংলাদেশ হারিয়ে বসেছে প্রথম চার ব্যাটসম্যানকে।

জন্মদিনে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশি ওপেনার লিটন দাশ। সেই ম্যাচেই কিনা প্রথম বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে মারতে গিয়ে ফাইন লেগে ম্যাট হেনরির ক্যাচ হয়ে ফেরেন তিনি। শুরুতে উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের ব্যাটে শুরুর চাপ কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৪০ রানে আরেক ওপেনার তামিম ফেরার পর এবার ৫৬ রানে ফিরলেন মিরাজও। লাকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হওয়ার আগে মিরাজের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩০ রান। আর মিরাজ আউট হওয়ার পর যেখানে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৮ বল টিকে ছিলেন। মন খুলে ব্যাটিং করতে পারলেন কই। গ্লেন ফিলিপসকে বোলিংয়ে আনার প্রথম বলেই কনওয়ের কাছে ক্যাচ তুলে দিলেন শান্ত।

৫০ রানের জুটি গড়ে চাপ সামলানোর লড়াই চালিয়ে যাচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৫৬ রানে ৬৪ উইকেট হারানোর পর এ দুজনের ব্যাটে ১০০ রানের সীমা পেরিয়েছে বাংলাদেশ। মুশফিক ৫৩ ও সাকিব ৩৪ রান নিয়ে ব্যাট করছেন।