টস জিতে বোলিংয়ে ভারত
- Update Time : ০৪:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / 149
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সোমবার পাল্লেকেলে স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নেপাল।
এ ম্যাচে জয় পেলেই সুপার ফোর নিশ্চিত করবে রোহিত-কোহলির ভারত। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগের ম্যাচে পাকিস্তানের মতো বৃষ্টিতে ভেস্তে যেতে পারে এ ম্যাচও।
এ ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে খেলার টিকিট পাবে। যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তবে সুপার ফোরে খেলবে ভারত। ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে নেপাল।
এদিকে সদ্য পিতা হওয়ায় দেশে ফিরে গেছেন জাসপ্রিত বুমরাহ। তাই তার বদলে ভারতের একাদশে জায়গা পেয়েছে মোহম্মদ শামি।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ।
নেপাল স্কোয়াড: কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, ভীম শারকি, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।