পিএসজি-এমবাপে নাটকে এবার নতুন মোড়

  • Update Time : ০১:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 147

স্পোর্টস ডেস্কঃ

সব শঙ্কা কাটিয়ে পিএসজির জার্সিতে নতুন মৌসুমে খেলেছেন কিলিয়ান এমবাপে। পেয়েছেন গোলও। তবে দলবদলের খবরে নতুন মোড় নিয়েছে পিএসজি-এমবাপে নাটক। উপযুক্ত দাম দিলে নাকি যে কারো কাছেই এমবাপেকে ছেড়ে দিবে পারিসিয়ানরা। তবে কি এবার মেসি-নেইমারের পর ত্রিশূলের শেষ অস্ত্রটাকেও হারাতে বসেছে পিএসজি।

এই ছবিটার মতো প্রতিদিনই ইউটার্ন নিচ্ছে কিলিয়ান এমবাপের ট্রান্সফার নাটক। একদিকে এমবাপে বলছেন, সিজনটা এখানেই কাটাতে চাই। অন্যদিকে পারিসিয়ানরা ভাবছেন এমবাপে রিয়ালে যোগ দিচ্ছেন।

টানাপোড়েনে পিএসজির প্রি-সিজন ক্যাম্প থেকে এমবাপেকে অপসারণ, সেখান থেকে আবার টিম প্র্যাকটিসে ফেরানো। এমন রোমাঞ্চ কেবল টপ লিস্টেড থ্রিলার মুভিতেই দেখা যায়।

মেসির পর নেইমারকে হারিয়ে স্ট্রাইকার সঙ্কটে পিএসজি। এবার যদি এমবাপেকে হারায় তবে তো লক্ষ্মীছাড়া হবে ক্লাবটা। সেই ভুল নিশ্চয়ই করবেনা। তাই নতুন সিজনে মাঠে নামিয়ে কিলিয়ান এমবাপের দলবদলের খবরে ফুলস্টপ দিয়ে দিলো পিএসজি।

আবারও আলচনায় কিলিয়ান এমবাপে আর রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবে যোগ দেয়ার জটিলতা সারতে নাকি আলোচনাও করেছে এমবাপে আর পিএসজি। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নিজেই ডিল করছেন এই ইস্যু।

পিএসজি এমবাপের রিপ্লেসমেন্ট খুঁজছে, এমবাপে পিএসজি ছাড়তে চায়, রিয়াল মাদ্রিদ নতুন প্রস্তাবের পথে…এমবাপের আপডেটটা এমনই।

তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, সব সমস্যার সমাধান নাকি এমবাপের হাতে। ফরাসি স্ট্রাইকারকে ক্লাবের কাছে নিজের মুক্তি চাইতে হবে নিজেকেই।

ডেডলাইইন ৩১ আগস্ট, ট্রান্সফার ফি ২৫০ মিলিয়ন ইউরো। এই অর্থ দিলেই নাকি ফরাসি স্ট্রাইকারকে ছেড়ে দিবে পিএসজি। সেটা রিয়াল মাদ্রিদ হোক কিংবা যে কোনো ক্লাব।

রিয়াল মাদ্রিদ অবশ্য এমবাপের জন্য ১২০ মিলিয়ন ইউরো প্রাইস ট্যাগ ঝুলিয়েছেন। দেখা যাক ফ্রেঞ্চম্যানের জন্য কত টাকা ঢালতে পারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি শিরোপাধারী দলটা।

অর্থাৎ এমবাপের জন্য মার্কেট ওপেন। এই মোক্ষম সুযোগটা হাতিয়ে নিতে পারে সৌদি আরব। রোনালদো, নেইমারকে তো বাগিয়েছেই। এবার যদি এমবাপেকে নিতে পারে তবে তো কেল্লা ফতে। যদিও এমবাপে আগেই জানিয়েছিলেন, এখনই ইউরোপ ছাড়তে রাজি নন। তবে পলিটিক্স আর খেলার ময়দানে শেষ কথা বলে কোনো কথা নেই।

Tag :

Please Share This Post in Your Social Media


পিএসজি-এমবাপে নাটকে এবার নতুন মোড়

Update Time : ০১:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

সব শঙ্কা কাটিয়ে পিএসজির জার্সিতে নতুন মৌসুমে খেলেছেন কিলিয়ান এমবাপে। পেয়েছেন গোলও। তবে দলবদলের খবরে নতুন মোড় নিয়েছে পিএসজি-এমবাপে নাটক। উপযুক্ত দাম দিলে নাকি যে কারো কাছেই এমবাপেকে ছেড়ে দিবে পারিসিয়ানরা। তবে কি এবার মেসি-নেইমারের পর ত্রিশূলের শেষ অস্ত্রটাকেও হারাতে বসেছে পিএসজি।

এই ছবিটার মতো প্রতিদিনই ইউটার্ন নিচ্ছে কিলিয়ান এমবাপের ট্রান্সফার নাটক। একদিকে এমবাপে বলছেন, সিজনটা এখানেই কাটাতে চাই। অন্যদিকে পারিসিয়ানরা ভাবছেন এমবাপে রিয়ালে যোগ দিচ্ছেন।

টানাপোড়েনে পিএসজির প্রি-সিজন ক্যাম্প থেকে এমবাপেকে অপসারণ, সেখান থেকে আবার টিম প্র্যাকটিসে ফেরানো। এমন রোমাঞ্চ কেবল টপ লিস্টেড থ্রিলার মুভিতেই দেখা যায়।

মেসির পর নেইমারকে হারিয়ে স্ট্রাইকার সঙ্কটে পিএসজি। এবার যদি এমবাপেকে হারায় তবে তো লক্ষ্মীছাড়া হবে ক্লাবটা। সেই ভুল নিশ্চয়ই করবেনা। তাই নতুন সিজনে মাঠে নামিয়ে কিলিয়ান এমবাপের দলবদলের খবরে ফুলস্টপ দিয়ে দিলো পিএসজি।

আবারও আলচনায় কিলিয়ান এমবাপে আর রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবে যোগ দেয়ার জটিলতা সারতে নাকি আলোচনাও করেছে এমবাপে আর পিএসজি। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নিজেই ডিল করছেন এই ইস্যু।

পিএসজি এমবাপের রিপ্লেসমেন্ট খুঁজছে, এমবাপে পিএসজি ছাড়তে চায়, রিয়াল মাদ্রিদ নতুন প্রস্তাবের পথে…এমবাপের আপডেটটা এমনই।

তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, সব সমস্যার সমাধান নাকি এমবাপের হাতে। ফরাসি স্ট্রাইকারকে ক্লাবের কাছে নিজের মুক্তি চাইতে হবে নিজেকেই।

ডেডলাইইন ৩১ আগস্ট, ট্রান্সফার ফি ২৫০ মিলিয়ন ইউরো। এই অর্থ দিলেই নাকি ফরাসি স্ট্রাইকারকে ছেড়ে দিবে পিএসজি। সেটা রিয়াল মাদ্রিদ হোক কিংবা যে কোনো ক্লাব।

রিয়াল মাদ্রিদ অবশ্য এমবাপের জন্য ১২০ মিলিয়ন ইউরো প্রাইস ট্যাগ ঝুলিয়েছেন। দেখা যাক ফ্রেঞ্চম্যানের জন্য কত টাকা ঢালতে পারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি শিরোপাধারী দলটা।

অর্থাৎ এমবাপের জন্য মার্কেট ওপেন। এই মোক্ষম সুযোগটা হাতিয়ে নিতে পারে সৌদি আরব। রোনালদো, নেইমারকে তো বাগিয়েছেই। এবার যদি এমবাপেকে নিতে পারে তবে তো কেল্লা ফতে। যদিও এমবাপে আগেই জানিয়েছিলেন, এখনই ইউরোপ ছাড়তে রাজি নন। তবে পলিটিক্স আর খেলার ময়দানে শেষ কথা বলে কোনো কথা নেই।