নতুন দ্রুততম মানব নোয়াহ লাইলস

  • Update Time : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 155

স্পোর্টস ডেস্ক

বিশ্বের দ্রুততম মানবদের নতুন একজন নোয়াহ লাইলস। ৯ দশমিক আট তিন সেকেন্ডে প্রথম হয়েই শেষ করলেন ১০০ মিটার স্প্রিন্ট।

রোববার বুদাপেস্টে উসাইন বোল্ট, আসাফা পাওয়েলদের মতো কিংবদন্তিদের নামের পাশে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসের নাম।

দিনের শুরুতেও ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন না লাইলস। কিন্তু সবাইকে বিস্মিত করে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে গেলেন নোয়াহ লাইলস। সবার চেয়ে কম সময়ে ১০০ মিটার পাড়ি দিয়ে জিতে নিলেন স্বর্ণপদক। বতসোয়ানার জাতীয় রেকর্ড ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন লেৎসিলে তেবোগো।

বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নোয়াহ এসেছিলেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার জয়ের হ্যাট্রিকের স্বপ্ন নিয়ে। তবে বাজিমাত করলেন ১০০ মিটারে।

উসাইন বোল্টই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে একমাত্র যিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ডাবলস পেয়েছেন। লাইলস ২০০ মিটারে জিতলে ভাগ বসাবেন উসাইন বোল্টের আরও একটি রেকর্ডে।

বুদাপেস্টে ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস এবং ২০২২ সালে ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের খেতাবপ্রাপ্ত ফ্রেড কার্লি। তবে ফাইনালে উঠতে পারেনি এ দুজনের কেউ। সকলকে অবাক করে লাইলস জিতে নেন স্বর্ণপদক।

Tag :

Please Share This Post in Your Social Media


নতুন দ্রুততম মানব নোয়াহ লাইলস

Update Time : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

বিশ্বের দ্রুততম মানবদের নতুন একজন নোয়াহ লাইলস। ৯ দশমিক আট তিন সেকেন্ডে প্রথম হয়েই শেষ করলেন ১০০ মিটার স্প্রিন্ট।

রোববার বুদাপেস্টে উসাইন বোল্ট, আসাফা পাওয়েলদের মতো কিংবদন্তিদের নামের পাশে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসের নাম।

দিনের শুরুতেও ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন না লাইলস। কিন্তু সবাইকে বিস্মিত করে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে গেলেন নোয়াহ লাইলস। সবার চেয়ে কম সময়ে ১০০ মিটার পাড়ি দিয়ে জিতে নিলেন স্বর্ণপদক। বতসোয়ানার জাতীয় রেকর্ড ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন লেৎসিলে তেবোগো।

বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নোয়াহ এসেছিলেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার জয়ের হ্যাট্রিকের স্বপ্ন নিয়ে। তবে বাজিমাত করলেন ১০০ মিটারে।

উসাইন বোল্টই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে একমাত্র যিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ডাবলস পেয়েছেন। লাইলস ২০০ মিটারে জিতলে ভাগ বসাবেন উসাইন বোল্টের আরও একটি রেকর্ডে।

বুদাপেস্টে ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস এবং ২০২২ সালে ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের খেতাবপ্রাপ্ত ফ্রেড কার্লি। তবে ফাইনালে উঠতে পারেনি এ দুজনের কেউ। সকলকে অবাক করে লাইলস জিতে নেন স্বর্ণপদক।