সাকিবের চমকে সেরা চারে গল, ব্যর্থ লিটন

  • Update Time : ১১:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / 130

স্পোর্টস ডেস্ক

গল টাইটান্সের আগের ম্যাচেও বল হাতে মিতব্যয়ী ছিলেন সাকিব আল হাসান। সেরা থাকতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না গলের। এমন ম্যাচে বল হাতে সাকিব যেন আরও দুর্দান্ত। ৩.৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় নিয়েছেন ১ উইকেট, ২২ বলের ১৫টিই করেছেন ডট। বোলিংয়ের মতো ব্যাটিংয়ে ভালো করেছেন সাকিব। সহজ লক্ষ্য তাড়ার ম্যাচে ২ চারে ১৫ বলে অপরাজিত ১৭ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সাকিবের উজ্জ্বল পারফরম্যান্সের দিনে ব্যর্থ লিটন দাস। তিনে নেমে ৪ বলে ১ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইসলাম বল হাতে ১ ওভারে ৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাটিংয়ে নেমে আউট হয়েছিলেন শূন্য রানে। বাংলাদেশের ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের দিনে কলম্বোকে ৮ উইকেটে হারিয়ে সেরা দুইয়ে উঠে এসেছে সাকিব ও লিটনের গল।

কলম্বোতে মাত্র ৭৫ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি গল। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ইফতিখার আহমেদের ফুল লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে মিড অন দিয়ে খেলতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকশে। বলের লাইন মিস করলে বাঁহাতি এই ব্যাটারকে সহজেই স্টাম্পিং করেন লাহিরু উদারা। ফলে ৬ রান করে ফিরে যেতে হয় রাজাপাকশেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি এদিন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হওয়া লিটন। জেফ্রি ভ্যানডারসের বলে বেরিয়ে এসে লং অফ দিয়ে উড়িয়ে মেরেছিলেন তিনি। খানিকটা দৌড়ে এসে দারুণ এক ক্যাচ লুফে নেন নুয়ান্দো ফার্নান্দো। নিজের অভিষেক তাই মাত্র ১ রান করেই ফিরতে হয় লিটনকে।

চারে নেমে লাসিথ ক্রসপুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন সাকিব। যেখানে ১৫ বল খেলে দুটি চার মেরে অপরাজিত ১৭ রান করেছেন তিনি। ওপেনিংয়ে নামা ক্রসপুল ২৫ বলে অপরাজিত ৪২ রান করেছেন। ইনিংসটি খেলতে চারটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন ক্রসপুল। কলম্বোর হয়ে একটি করে উইকেট নিয়েছেন ভ্যানডারসে এবং ইফতিখার।

এর আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো। তাদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল উদারা, নিপুন ধনাঞ্জয়া, ফার্নান্দো এবং মোহাম্মদ নওয়াজ। গলের হয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। এ ছাড়া সেকুগে প্রসন্ন তিনটি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সাকিবের চমকে সেরা চারে গল, ব্যর্থ লিটন

Update Time : ১১:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

গল টাইটান্সের আগের ম্যাচেও বল হাতে মিতব্যয়ী ছিলেন সাকিব আল হাসান। সেরা থাকতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না গলের। এমন ম্যাচে বল হাতে সাকিব যেন আরও দুর্দান্ত। ৩.৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় নিয়েছেন ১ উইকেট, ২২ বলের ১৫টিই করেছেন ডট। বোলিংয়ের মতো ব্যাটিংয়ে ভালো করেছেন সাকিব। সহজ লক্ষ্য তাড়ার ম্যাচে ২ চারে ১৫ বলে অপরাজিত ১৭ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সাকিবের উজ্জ্বল পারফরম্যান্সের দিনে ব্যর্থ লিটন দাস। তিনে নেমে ৪ বলে ১ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইসলাম বল হাতে ১ ওভারে ৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাটিংয়ে নেমে আউট হয়েছিলেন শূন্য রানে। বাংলাদেশের ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের দিনে কলম্বোকে ৮ উইকেটে হারিয়ে সেরা দুইয়ে উঠে এসেছে সাকিব ও লিটনের গল।

কলম্বোতে মাত্র ৭৫ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি গল। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ইফতিখার আহমেদের ফুল লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে মিড অন দিয়ে খেলতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকশে। বলের লাইন মিস করলে বাঁহাতি এই ব্যাটারকে সহজেই স্টাম্পিং করেন লাহিরু উদারা। ফলে ৬ রান করে ফিরে যেতে হয় রাজাপাকশেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি এদিন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হওয়া লিটন। জেফ্রি ভ্যানডারসের বলে বেরিয়ে এসে লং অফ দিয়ে উড়িয়ে মেরেছিলেন তিনি। খানিকটা দৌড়ে এসে দারুণ এক ক্যাচ লুফে নেন নুয়ান্দো ফার্নান্দো। নিজের অভিষেক তাই মাত্র ১ রান করেই ফিরতে হয় লিটনকে।

চারে নেমে লাসিথ ক্রসপুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন সাকিব। যেখানে ১৫ বল খেলে দুটি চার মেরে অপরাজিত ১৭ রান করেছেন তিনি। ওপেনিংয়ে নামা ক্রসপুল ২৫ বলে অপরাজিত ৪২ রান করেছেন। ইনিংসটি খেলতে চারটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন ক্রসপুল। কলম্বোর হয়ে একটি করে উইকেট নিয়েছেন ভ্যানডারসে এবং ইফতিখার।

এর আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো। তাদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল উদারা, নিপুন ধনাঞ্জয়া, ফার্নান্দো এবং মোহাম্মদ নওয়াজ। গলের হয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। এ ছাড়া সেকুগে প্রসন্ন তিনটি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।