ইতালির দায়িত্ব ছাড়লেন মানচিনি
- Update Time : ১০:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / 197
স্পোর্টস ডেস্ক
ইতালির ফুটবল দলের দুঃসময়ে হাল ধরেছিলেন কোচ রবার্তো মানচিনি। ৫৮ বছর বয়সী মাস্টারমাইন্ডের অধীনে নতুন করে ফুটবলে পুনর্জাগরণ ঘটে আজ্জুরিদের। হারের বৃত্তে বন্দি ইতালিকে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ জেতানোর পাশাপাশি একটানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড গড়ার কারিগর এই বর্ষীয়ান কোচ। ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন মানচিনি।
রোববার (১৩ আগস্ট) হটাৎ করেই ইতালি ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এক বিবৃতিতে মানচিনির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক ম্যানসিটি কোচের পদত্যাগপত্র গতকাল সন্ধ্যায় গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে দিয়েছে সংস্থাটি।
২০১৮ সালের মে মাসে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ আজ্জুরিদের দায়িত্ব নেন মানচিনি। ২০২০ সালে তার অধীনে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালি। শিরোপা জয়ের পাশাপাশি টানা ৩৭টি ম্যাচ জয়ের এক অবিশ্বাস্য কৃতি গড়েন মানচিনি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপের মূল পর্বে ইতালি তুলতে ব্যর্থ হন ৫৮ বছর বয়সী এই কোচ। ইতালিয়ান ফুটবলে পুনর্জাগরণ ঘটানো মাস্টারমাইন্ডের বিদায় হলো ২০২৩ নেশনস লিগের চূড়ান্ত পর্ব দিয়ে।
২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপ পর্যন্ত ইতালির কোচ থাকার চুক্তি ছিল মানচিনির। জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর ১০ মাস আগেই হঠাৎ করে পদত্যাগ করলেন তিনি। সেপ্টেম্বর মাসে ইউরো বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি খেলা রয়েছে ইতালির। খুব দ্রুতই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
ইতালির দায়িত্ব ছাড়লেন মানচিনি
আল হিলালে যাচ্ছেন নেইমার!
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘ফুটবল ইতালিয়া’ জানিয়েছে, মানচিনির বদলে ইতালির ডাগআউটে দেখা যাবে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে। অন্যদিকে আরেক সংবাদমাধ্যম ‘স্কাই ইতালিয়া’ জানিয়েছে, মানচিনির স্থলাভিষিক্ত হবেন ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও কানাভারো অথবা তার ড্যানিয়েল ডি রসি।
সাত মাসের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু সিনিসা মিহাইলোভিচ ও ইতালি দলের সহকর্মী জিয়ানলুকা ভিয়াল্লির মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মানচিনি। যার কারণে ইতালি ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়েন বলে দাবি করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘ফুটবল ইতালিয়া’।
রবার্তো মনিচিনির অধীনে ৬১ ম্যাচ খেলে ৩৯টি জয়, ১৩টি ড্র, ৯টি পরাজয়ের স্বাদ পায় ইতালি। মোট ১৩০ গোল করার বিপরীতে ৪৯টি গোল হজম করে আজ্জুরিরা। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ে ইতালি ফুটবল দল।