ওয়ানডে নেতৃত্ব নিয়ে লিটনের ইঙ্গিত

  • Update Time : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 132

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এখনো জলঘোলা শেষ হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য তিন প্রার্থী সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে।

এমন আলোচনার মধ্যে নেতৃত্ব প্রসঙ্গে সংবাদমাধ্যমে ইঙ্গিত দিলেন লিটন। নেতৃত্ব নিয়ে প্রশ্নে এই উইকেটরক্ষকের উত্তর, ‘আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডে চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’

বৃহস্পতিবার রাজধানীর একট পাঁচতারকা হোটেলে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। এ সময় অধিনায়কত্বের ইঙ্গিত দিয়ে লিটন জানান, তিনি শতভাগ দেওয়ার চেষ্টা করবেন।

‘আমার কাছে মনে হয় এই জিনিসের (নেতৃত্ব) জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো’-এভাবে বলেছেন লিটন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দেন লিটন। আছে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে গতকাল ঢাকায় ফেরেন লিটন। কানাডায় অবশ্য তার সময়টা ভালো যায়নি। গোটা আসরে সারে জাগুয়ার্সের হয়ে ৭ ইনিংসে তার রান ছিল কেবল ১৫২। গড় রান মাত্র ২১.৭১। আর স্ট্রাইক রেট ১০০.৬৬।

এদিকে আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবি সভাপতির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে হাথুরুসিংহের। সব আলোচনা শেষে ঘোষণা হবে অধিনায়কের নাম। তবে লিটন তার প্রতিক্রিয়ায় যেন ইঙ্গিত দিলেন নেতৃত্বের। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে নেতৃত্বের ভার।

Tag :

Please Share This Post in Your Social Media


ওয়ানডে নেতৃত্ব নিয়ে লিটনের ইঙ্গিত

Update Time : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এখনো জলঘোলা শেষ হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য তিন প্রার্থী সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে।

এমন আলোচনার মধ্যে নেতৃত্ব প্রসঙ্গে সংবাদমাধ্যমে ইঙ্গিত দিলেন লিটন। নেতৃত্ব নিয়ে প্রশ্নে এই উইকেটরক্ষকের উত্তর, ‘আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডে চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’

বৃহস্পতিবার রাজধানীর একট পাঁচতারকা হোটেলে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। এ সময় অধিনায়কত্বের ইঙ্গিত দিয়ে লিটন জানান, তিনি শতভাগ দেওয়ার চেষ্টা করবেন।

‘আমার কাছে মনে হয় এই জিনিসের (নেতৃত্ব) জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো’-এভাবে বলেছেন লিটন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দেন লিটন। আছে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে গতকাল ঢাকায় ফেরেন লিটন। কানাডায় অবশ্য তার সময়টা ভালো যায়নি। গোটা আসরে সারে জাগুয়ার্সের হয়ে ৭ ইনিংসে তার রান ছিল কেবল ১৫২। গড় রান মাত্র ২১.৭১। আর স্ট্রাইক রেট ১০০.৬৬।

এদিকে আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবি সভাপতির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে হাথুরুসিংহের। সব আলোচনা শেষে ঘোষণা হবে অধিনায়কের নাম। তবে লিটন তার প্রতিক্রিয়ায় যেন ইঙ্গিত দিলেন নেতৃত্বের। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে নেতৃত্বের ভার।