এশিয়া কাপের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

  • Update Time : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / 145

স্পোর্টস ডেস্ক

পরিবর্তন এসেছে আসন্ন এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়সূচিতে। আগের ঘোষিত সময় থেকে এক ঘণ্টা আগেই শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচগুলো। শুধু গ্রুপ পর্ব নয়, সুপার ফোর ও ফাইনালই হবে ঘোষিত নতুন সময়ে।

আগের সময়সূতিতে এশিয়া কাপের ম্যাচগুলো দুপুর দেড়টায়, দুইটায় এবং বিকেল সাড়ে চারটায়। কিন্তু এখন সবগুলো ম্যাচ হবে একটি নির্ধারিত সময়ে। ফলে পুরো এশিয়া কাপের সব ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

মূলত সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের চাওয়াতেই বদলেছে ম্যাচ শুরুর সময়। এক টুইটবার্তায় তারা জানিয়েছে, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।

ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব ক’টি ম্যাচ হবে কলম্বোতে।

এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে একদিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


এশিয়া কাপের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

Update Time : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

পরিবর্তন এসেছে আসন্ন এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়সূচিতে। আগের ঘোষিত সময় থেকে এক ঘণ্টা আগেই শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচগুলো। শুধু গ্রুপ পর্ব নয়, সুপার ফোর ও ফাইনালই হবে ঘোষিত নতুন সময়ে।

আগের সময়সূতিতে এশিয়া কাপের ম্যাচগুলো দুপুর দেড়টায়, দুইটায় এবং বিকেল সাড়ে চারটায়। কিন্তু এখন সবগুলো ম্যাচ হবে একটি নির্ধারিত সময়ে। ফলে পুরো এশিয়া কাপের সব ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

মূলত সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের চাওয়াতেই বদলেছে ম্যাচ শুরুর সময়। এক টুইটবার্তায় তারা জানিয়েছে, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।

ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব ক’টি ম্যাচ হবে কলম্বোতে।

এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে একদিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে।