ক্রিকেটকে বিদায় বললেন ব্রড
- Update Time : ১১:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / 128
স্পোর্টস ডেস্ক
সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজ সিরিজ শেষেই জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন এই ইংলিশ পেসার। চলতি অ্যাশেজেই টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের স্বাদ পেয়েছেন ব্রড।
এবার সেখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলার স্বাদ পেয়েছেন ব্রড। তবে লাল বলের ক্রিকেটেই যেন নিজের সেরাটা নিংড়ে দিতে পেরেছিলেন ডানহাতি এই পেসার।
ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন ব্রড। পাশাপাশি ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৮৪৩ উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্তের কথা খোলাসা করেছেন তিনি।
ব্রড বলেছেন, ‘এটা দারুণ একটি যাত্রা ছিল। যতবার পেরেছি, ইংল্যান্ড ও নটিংহামের (তাঁর কাউন্টি দল) প্রতিনিধিত্ব করেছি। এটা অনেক বড় সম্মানের। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি। এই সিরিজ শেষে আমার মনে হয়েছে আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি।’
চলতি অ্যাশেজেও ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি ব্রড। এই পেসার শিকার করেছেন ২০টি উইকেট। ব্রডের দীর্ঘদিনের সঙ্গী জেমস অ্যান্ডারসন ৪১ বছর বয়সেও ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। তবে কোনো আভাস ছাড়াই অবসরের ঘোষণা দিলেন ব্রড।
তিনি বলেন, ‘এটা (অবসর) নিয়ে দুই সপ্তাহ ভেবেছি। আমার মনে হয়েছে ইংল্যান্ড–অস্ট্রেলিয়া সিরিজ সবকিছুর ঊর্ধ্বে। গতকাল (পরশু) রাত সাড়ে ৮টায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমার দিক থেকে, দলের দিক থেকে এই লড়াই বেশ উপভোগ করেছি। বলতে পারেন অ্যাশেজের সঙ্গে আমার সম্পর্কটা প্রণয়ের মতো।’