শুরুতেই জমে ক্ষীর মেসি-মায়ামি রসায়ন

  • Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / 159

স্পোর্টস ডেস্ক

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেই মেসি করে ফেলেছেন তিন গোল আর এক অ্যাসিস্ট। টিমমেটদের সাথেও শুরুতেই জমে উঠেছে ক্যামেস্ট্রি। এরই মধ্যে গুঞ্জন মেসি নাকি ধারে ফিরে যাচ্ছেন তার পুরনো প্রেম বার্সেলোনাতে। তবে সেই সম্ভাবনা নাকোচ করে দিয়েছেন ইন্টার মায়ামির কো-ওনার জর্জ মাস।

অতঃপর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো। রূপকথার গল্পের এই শেষ লাইন দিয়েই মেসি-মায়ামি নতুন গল্পের শুরু। খেলো, গোল করো, দলকে লিগ জেতাও, চ্যাম্পিয়ন্স লিগ জেতাও। পিএসজিতে এমনি করেই কেটেছে মেসির দু’বছর। এ চাপগুলোই মেসিকে চেপে ধরে রেখেছিলো আষ্টে-পিষ্ঠে। সেই চাপ মুক্তিতেই আমেরিকায় পাড়ি দেয়া।

মেসির মায়ামিতে নাম লেখানোকে অনেকেই ভেবেছে অবুঝ পদক্ষেপ, অনেকেই ভেবেছে করতে হবে ভুল সিদ্ধান্তের আক্ষেপ। তবে এই ছবিগুলোর কাছে ম্লান হয়েছে সবার সব প্রেডিকশন। রাজার বেশে আনভেইলিং, সুপারহিরোর মতো অভিষেক। সব মিলিয়ে লিও আছেন বেশ।

মায়ামিতে মেসির আপাতত ১৮ মাসের প্রাথমিক চুক্তি এরই মধ্যে শুরু হয়েছে কানা-ঘুষা মেসি নাকি লোনে ফিরবেন বার্সেলোনাতে। ডিসেম্বরে শেস হবে এমএলএসের চলতি সিজন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ফাঁকা সময়টাতেই মেসি ফিরবেন বার্সায়।

যেমনটা ফিরেছিলেন বেকহ্যাম এবং থিয়েরি ওরি। তবে লিওর বেলায় এমনটা ঘটছে না নিশ্চিত করে দিলেন ইন্টার মায়ামির কো ওনার জর্জ মাস। বার্সেলোনা থেকে যদি মেসিকে ফেয়ারওয়েল দিতে চায় সেই ব্যবস্থা করে দিবেন মাস।

তিনি বলেন, লিওনেল মেসি ধারে কখনোই বার্সেলোনাতে ফিরবে না। তবে বার্সেলোনা থেকে মেসি যথাযথ ফেয়ারওয়েল ডিসার্ভ করে, আমি আমার ক্ষমতার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, যেনো মেসি তা পায়। ইন্টার মায়ামি সেটি অবশ্যই করবে।

বোঝাই যাচ্ছে পিএসজিতে শেষবেলায় ভালোবাসার যে ভিন্ন রূপ দেখেছিলো মেসি, ফ্লোরিডা করছে তারই দায়মোচন। আমেরিকাতে মেসিও যেন খুজে পেলেন হারিয়ে যাওয়া নিজেকে। তবে এটাও ঠিক মেসি হয়তো মায়ামির হয়ে সব ম্যাচে গোল পাবেন না, দলকে জেতাতেও পারবেন না। সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ামির জার্সিতে আর্জেন্টাইন সুপারহিরো উপভোগ করছেন তার প্রতিটা মুহুর্ত। বিশ্বজয়ী এ্লএমটেন আজ ভারমুক্ত।

Tag :

Please Share This Post in Your Social Media


শুরুতেই জমে ক্ষীর মেসি-মায়ামি রসায়ন

Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেই মেসি করে ফেলেছেন তিন গোল আর এক অ্যাসিস্ট। টিমমেটদের সাথেও শুরুতেই জমে উঠেছে ক্যামেস্ট্রি। এরই মধ্যে গুঞ্জন মেসি নাকি ধারে ফিরে যাচ্ছেন তার পুরনো প্রেম বার্সেলোনাতে। তবে সেই সম্ভাবনা নাকোচ করে দিয়েছেন ইন্টার মায়ামির কো-ওনার জর্জ মাস।

অতঃপর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো। রূপকথার গল্পের এই শেষ লাইন দিয়েই মেসি-মায়ামি নতুন গল্পের শুরু। খেলো, গোল করো, দলকে লিগ জেতাও, চ্যাম্পিয়ন্স লিগ জেতাও। পিএসজিতে এমনি করেই কেটেছে মেসির দু’বছর। এ চাপগুলোই মেসিকে চেপে ধরে রেখেছিলো আষ্টে-পিষ্ঠে। সেই চাপ মুক্তিতেই আমেরিকায় পাড়ি দেয়া।

মেসির মায়ামিতে নাম লেখানোকে অনেকেই ভেবেছে অবুঝ পদক্ষেপ, অনেকেই ভেবেছে করতে হবে ভুল সিদ্ধান্তের আক্ষেপ। তবে এই ছবিগুলোর কাছে ম্লান হয়েছে সবার সব প্রেডিকশন। রাজার বেশে আনভেইলিং, সুপারহিরোর মতো অভিষেক। সব মিলিয়ে লিও আছেন বেশ।

মায়ামিতে মেসির আপাতত ১৮ মাসের প্রাথমিক চুক্তি এরই মধ্যে শুরু হয়েছে কানা-ঘুষা মেসি নাকি লোনে ফিরবেন বার্সেলোনাতে। ডিসেম্বরে শেস হবে এমএলএসের চলতি সিজন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ফাঁকা সময়টাতেই মেসি ফিরবেন বার্সায়।

যেমনটা ফিরেছিলেন বেকহ্যাম এবং থিয়েরি ওরি। তবে লিওর বেলায় এমনটা ঘটছে না নিশ্চিত করে দিলেন ইন্টার মায়ামির কো ওনার জর্জ মাস। বার্সেলোনা থেকে যদি মেসিকে ফেয়ারওয়েল দিতে চায় সেই ব্যবস্থা করে দিবেন মাস।

তিনি বলেন, লিওনেল মেসি ধারে কখনোই বার্সেলোনাতে ফিরবে না। তবে বার্সেলোনা থেকে মেসি যথাযথ ফেয়ারওয়েল ডিসার্ভ করে, আমি আমার ক্ষমতার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, যেনো মেসি তা পায়। ইন্টার মায়ামি সেটি অবশ্যই করবে।

বোঝাই যাচ্ছে পিএসজিতে শেষবেলায় ভালোবাসার যে ভিন্ন রূপ দেখেছিলো মেসি, ফ্লোরিডা করছে তারই দায়মোচন। আমেরিকাতে মেসিও যেন খুজে পেলেন হারিয়ে যাওয়া নিজেকে। তবে এটাও ঠিক মেসি হয়তো মায়ামির হয়ে সব ম্যাচে গোল পাবেন না, দলকে জেতাতেও পারবেন না। সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ামির জার্সিতে আর্জেন্টাইন সুপারহিরো উপভোগ করছেন তার প্রতিটা মুহুর্ত। বিশ্বজয়ী এ্লএমটেন আজ ভারমুক্ত।