• Update Time : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 146

স্পোর্টস ডেস্ক

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ধীর গতির ইনিংস খেলেছেন লিটন দাস। মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে ৩০ বলে মাত্র ২৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। যদিও তার ইনিংসে একটি করে ছক্কা ও চার ছিল।

লিটন ধীর গতির ব্যাটিং করলেও জাতিন্দার সিংয়ের ৪৫ বলে ৫৬, আরেক ওপেনার অ্যালেক্স হেলসের ২১ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৪ রানের মাঝারি পুঁজি পেয়েছিল সারে জাগুয়ার্স। এরপর বোলারদের কল্যাণে ৫৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সারেকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জাতিন্দার ও হেলস। উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করার পর সাজঘরে ফেরেন হেলস। এরপর জাতিন্দারকে সঙ্গ দিতে আসেন লিটন। এই টাইগার ব্যাটারের বাউন্ডারির দেখা পেলে অপেক্ষা করতে হয়েছে ২০ বল পর্যন্ত। লিটন ও জাতিন্দার ফিরে গেলে সারের আর কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। প্যান্থার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জোহর খান। একটি করে উইকেট পান জাসকারান সিং ও ক্যামেরন ডেলপোর্ট।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে প্যান্থার্স। মাত্র ৩ রান করে আউট হয়ে যান ক্রিস গেইল। আরেক ওপেনার শ্রেয়াস মোভা করেন ৩১ বলে ৩১, তিনে নেমে ডেলপোর্ট ২১ বলে ৩১। এরপর আজম খান ১১ বলে ১৪ করে ফিরে যান। আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে না পারলে ১০৯ রানেই গুটিয়ে যায় প্যান্থার্স। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে সারের সবচেয়ে সফল বোলার সন্দ্বীপ লামিচানে। এ ছাড়া স্পেন্সার জনসনও শিকার করেছেন ৩ উইকেট। তবে তিনি রান খরচা করেছেন ২৫। এ ছাড়া দুটি উইকেট নেন ম্যাথু ফোর্ড, একটি করে উইকেট পান আয়ান খান ও আমার খালিদ।

Tag :

Please Share This Post in Your Social Media


Update Time : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ধীর গতির ইনিংস খেলেছেন লিটন দাস। মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে ৩০ বলে মাত্র ২৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। যদিও তার ইনিংসে একটি করে ছক্কা ও চার ছিল।

লিটন ধীর গতির ব্যাটিং করলেও জাতিন্দার সিংয়ের ৪৫ বলে ৫৬, আরেক ওপেনার অ্যালেক্স হেলসের ২১ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৪ রানের মাঝারি পুঁজি পেয়েছিল সারে জাগুয়ার্স। এরপর বোলারদের কল্যাণে ৫৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সারেকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জাতিন্দার ও হেলস। উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করার পর সাজঘরে ফেরেন হেলস। এরপর জাতিন্দারকে সঙ্গ দিতে আসেন লিটন। এই টাইগার ব্যাটারের বাউন্ডারির দেখা পেলে অপেক্ষা করতে হয়েছে ২০ বল পর্যন্ত। লিটন ও জাতিন্দার ফিরে গেলে সারের আর কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। প্যান্থার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জোহর খান। একটি করে উইকেট পান জাসকারান সিং ও ক্যামেরন ডেলপোর্ট।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে প্যান্থার্স। মাত্র ৩ রান করে আউট হয়ে যান ক্রিস গেইল। আরেক ওপেনার শ্রেয়াস মোভা করেন ৩১ বলে ৩১, তিনে নেমে ডেলপোর্ট ২১ বলে ৩১। এরপর আজম খান ১১ বলে ১৪ করে ফিরে যান। আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে না পারলে ১০৯ রানেই গুটিয়ে যায় প্যান্থার্স। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে সারের সবচেয়ে সফল বোলার সন্দ্বীপ লামিচানে। এ ছাড়া স্পেন্সার জনসনও শিকার করেছেন ৩ উইকেট। তবে তিনি রান খরচা করেছেন ২৫। এ ছাড়া দুটি উইকেট নেন ম্যাথু ফোর্ড, একটি করে উইকেট পান আয়ান খান ও আমার খালিদ।