আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না তাসকিনের

  • Update Time : ১১:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / 135

স্পোর্টস ডেস্ক

আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না তাসকিনের
না খেলে টাকা- এই টাকার আবার আছে ভদ্রোচিত একটা নাম- ক্ষতিপূরণ। চলতি বছরে যা দ্বিতীয়বারের মতো পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

শ্রীলংকান প্রিমিয়ার লিগে খেলার অফার পেলেও তাসকিনকে এনওসি দিচ্ছে না বিসিবি। আর এর পেছনে আছে ইনজুরির ভয়। তবে দিনশেষে লসটা টাইগার স্পিডস্টারের।

আইপিএল, পিএসএলের পর হাতছাড়া হলো আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। বারবার হোচট খাওয়া, বারবার নতুন করে ফিরে আসা- এই যেন তাসকিনের নিয়তি।

২২ গজে পাওয়া চোট যতটা তাকে ভেঙেছে তিনি নিজেকে তার চেয়েও বেশি মজবুত করেছেন। বাংলার স্পিডস্টার, যার হাতে টাইগারদের পেস ইউনিটের নেতৃত্বভার- তিনি তাসকিন আহমেদ।

এই মূহুর্তে টাইগার পেসার আবারও আলোচনায়। লংকান প্রিমিয়ার লিগে ডাক পেয়েও খেলা হচ্ছে না। মূলত আপত্তিটা বিসিবির।

কিছুদিন আগেই তিন মাসের রিহ্যাব শেষে জাতীয় দলে ফেরা তাসকিন আফগানিস্তান সিরিজের পর এখন খেলছেন জিম আফ্রো টি-টেন লিগে।

ইনজুরি প্রবণ তাসকিনের এই ওয়ার্কলোডই দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে। এক মাস পরেই এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। দলের মূল পেসারওকে নিয়ে কোন রিস্ক নিতে চায় না বোর্ড।

তাই তৌহিদ হৃদয়, মিঠুনদের এনওসি দিলেও এলপিএলের জন্য তাসকিনকে অনাপত্তিপত্র দিচ্ছে না বিসিবি। তাসকিনের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিস হওয়া নতুন কিছু না।

গত বছর আইপিএলে লখনৌ সুপারজায়ান্টসে সুযোগ পেয়েও জাতীয় দলের সিরিজ থাকায় খেলেন নি আইপিএল। চলতি বছর পিএসএলেও ডাক পেয়েছিলেন।

কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেখানেও না বলে দেন তাসকিন। সবশেষ আইপিএলে কলকাতা থেকে অফার পাবার গুঞ্জন ওঠে।

চারদিকে ছড়িয়ে পরে লোকি ফার্গুসনের ইনজুরিতে তাসকিনকে চায় নাইটরা। কিন্তু দিনশেষে এবারও আইপিএল তাসকিনের জন্য অধরাই থেকে যায়।

ভেতরের খবর তাসকিনকে পেতে সাত ম্যাচের জন্য ৬০ হাজার ডলার অফার করেছিলো ডাম্বুলা অরা। তাসকিনও এনওসির জন্য আবেদন করেছিলেন বিসিবিতে।

কিন্তু ফাইনাল কলে এনওসি না দিলেও তাসকিনকে ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লংকান প্রিমিয়ার লিগ খেলতে না পারলেও এখন আফ্রো টি-টেনে তাসকিন আগুন ঝরাচ্ছেন।

বুলাওয়ে ব্রেভসের হয়ে ৫ ম্যাচে তুলে নিয়েছেন ৬ উইকেট। আছেন বোলার লিস্টে টপ ফাইভে। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বলা যায় তাসকিন কাটাচ্ছেন দারুণ সময়।

Tag :

Please Share This Post in Your Social Media


আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না তাসকিনের

Update Time : ১১:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক

আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না তাসকিনের
না খেলে টাকা- এই টাকার আবার আছে ভদ্রোচিত একটা নাম- ক্ষতিপূরণ। চলতি বছরে যা দ্বিতীয়বারের মতো পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

শ্রীলংকান প্রিমিয়ার লিগে খেলার অফার পেলেও তাসকিনকে এনওসি দিচ্ছে না বিসিবি। আর এর পেছনে আছে ইনজুরির ভয়। তবে দিনশেষে লসটা টাইগার স্পিডস্টারের।

আইপিএল, পিএসএলের পর হাতছাড়া হলো আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। বারবার হোচট খাওয়া, বারবার নতুন করে ফিরে আসা- এই যেন তাসকিনের নিয়তি।

২২ গজে পাওয়া চোট যতটা তাকে ভেঙেছে তিনি নিজেকে তার চেয়েও বেশি মজবুত করেছেন। বাংলার স্পিডস্টার, যার হাতে টাইগারদের পেস ইউনিটের নেতৃত্বভার- তিনি তাসকিন আহমেদ।

এই মূহুর্তে টাইগার পেসার আবারও আলোচনায়। লংকান প্রিমিয়ার লিগে ডাক পেয়েও খেলা হচ্ছে না। মূলত আপত্তিটা বিসিবির।

কিছুদিন আগেই তিন মাসের রিহ্যাব শেষে জাতীয় দলে ফেরা তাসকিন আফগানিস্তান সিরিজের পর এখন খেলছেন জিম আফ্রো টি-টেন লিগে।

ইনজুরি প্রবণ তাসকিনের এই ওয়ার্কলোডই দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে। এক মাস পরেই এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। দলের মূল পেসারওকে নিয়ে কোন রিস্ক নিতে চায় না বোর্ড।

তাই তৌহিদ হৃদয়, মিঠুনদের এনওসি দিলেও এলপিএলের জন্য তাসকিনকে অনাপত্তিপত্র দিচ্ছে না বিসিবি। তাসকিনের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিস হওয়া নতুন কিছু না।

গত বছর আইপিএলে লখনৌ সুপারজায়ান্টসে সুযোগ পেয়েও জাতীয় দলের সিরিজ থাকায় খেলেন নি আইপিএল। চলতি বছর পিএসএলেও ডাক পেয়েছিলেন।

কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেখানেও না বলে দেন তাসকিন। সবশেষ আইপিএলে কলকাতা থেকে অফার পাবার গুঞ্জন ওঠে।

চারদিকে ছড়িয়ে পরে লোকি ফার্গুসনের ইনজুরিতে তাসকিনকে চায় নাইটরা। কিন্তু দিনশেষে এবারও আইপিএল তাসকিনের জন্য অধরাই থেকে যায়।

ভেতরের খবর তাসকিনকে পেতে সাত ম্যাচের জন্য ৬০ হাজার ডলার অফার করেছিলো ডাম্বুলা অরা। তাসকিনও এনওসির জন্য আবেদন করেছিলেন বিসিবিতে।

কিন্তু ফাইনাল কলে এনওসি না দিলেও তাসকিনকে ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লংকান প্রিমিয়ার লিগ খেলতে না পারলেও এখন আফ্রো টি-টেনে তাসকিন আগুন ঝরাচ্ছেন।

বুলাওয়ে ব্রেভসের হয়ে ৫ ম্যাচে তুলে নিয়েছেন ৬ উইকেট। আছেন বোলার লিস্টে টপ ফাইভে। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বলা যায় তাসকিন কাটাচ্ছেন দারুণ সময়।