লাল-সবুজ জার্সিতে গোল করতে চাই: কিংসলে
- Update Time : ১২:০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / 144
বিশেষ সংবাদদাতা:
গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের প্রাথমিক তালিকায় এলিটা কিংসলের নাম রেখেছিলেন ওই সময়ের কোচ অস্কার ব্রুজোন। তবে কিছু কাগজ-পত্র ঘাটতি থাকায় তখন কোচ তাকে চূড়ান্ত পর্বে নিতে পারেননি। মন খারাপ করে ক্যাম্প ছেড়েছিলেন নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া আবাহনীর এই ফরোয়ার্ড।
সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ জনের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে রয়েছেন কিংসলে। এবার কি তার লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হবে?
বাফুফে নিশ্চয়তা দিয়েছে কোচ কিংসলেকে খেলালে কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলার প্রস্তুতি আছে বাফুফের। অর্থাৎ তার খেলা সংক্রান্ত সব ধরনের ছাড়পত্র বাফুফের ফাইলে। এখন কোচ চাইলেই খেলাতে পারেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৭ গোল করা এই ফরোয়ার্ডকে।
অভিনন্দন- বলতেই ফোনের অন্য প্রান্ত থেকে খুশি খুশি মনে ধন্যবাদ বললেন কিংসলে। অনেক বাংলা শব্দ এখন যে তার নখদর্পনে! জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন। তো অনুভূতি কেমন? শুরুতে অবশ্য তিনি বলছিলেন, ‘আমি শুনেছি ২৭ জনের দলে আছি। তবে অফিসিয়ালি এখনো জানি না। বাফুফে থেকে আমাকে কিছু জানানো হয়নি। আগে অফিসিয়ালি জানি, তারপর প্রতিক্রিয়া দেবো।’
সেটা তো জানবেনই। তবে এটা তো নিশ্চিত আপনি ২৭ জনের তালিকায় আছেন। সেটা জানার পর আসলে কেমন লাগছে? ‘এটা অবশ্যই ভালো লাগার মতো খবর। আমি খুবই খুশি’ -বলছিলেন এলিটা কিংসলে।
যদি চূড়ান্ত দলে জায়গা পান তখন আপনার লক্ষ্য কি থাকবে? এলিটা কিংসলে বলেন, ‘প্রথমত তখন আমার স্বপ্ন পূরণ হবে। আমি সব ফুটবলারেরই দেশের জার্সিতে খেলার স্বপ্ন থাকে। সেই স্বপ্ন আমারও আছে। আমি খেলার সুযোগ পেলে লাল-সবুজ জার্সিতে গোল করতে চাই।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আপনি স্থানীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা। একটি হ্যাটট্রিকসহ করেছেন ৭ গোল। প্রিমিয়ার লিগে আপনার কি লক্ষ্য? ‘লিগের অর্ধেক শেষ হয়েছে। আমি ৭ গোল করেছি। আমার টার্গেট প্রিমিয়ার লিগের সর্বাধিক গোলদাতা হওয়া’ – বলেছেন এলিটা কিংসলে।