সাকিব-মিরাজের ঘূর্ণিতে ভারতের টপ অর্ডারে ধস
- Update Time : ০১:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / 191
নিজস্ব প্রতিবেদকঃ
এক ওভারেই দুটি উইকেট নিলেন সাকিব। প্রথম বলেই বোল্ড রোহিত শর্মা। এরপর আউট হন বিরাট কোহলি। আর এর আগে আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বল ব্যাটে লেগে স্টাম্পে লাগলে সাজঘরে ফিরতে হয় এই ওপেনিং ব্যাটারকে।
মিরপুররের মাঠে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দুই স্পিনারের সামনে পড়ে ৪৯ রানে খুইয়ে নড়বড়ে হয়ে পড়ে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপ। তখন ম্যাচের ১১তম ওভার।
মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপরে মাঠে নামেন কোহলি।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।
দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ বাউন্ডারি হজম করলেও ৫ রানের বেশি খরচ করেননি। চাপ ধরে রেখে বোলিং করছে টাইগাররা।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটন দাসের নেতৃত্বের অভিষেক হলো। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে যাওয়ায় রোহিত শর্মাদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন আহমেদও। আর চোটের জন্য ভারত পায়নি জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে।
বাংলাদেশের একাদশে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। তবে জায়গা হয়নি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহানের। ভারতের একাদশে অভিষেক হতে যাচ্ছে কুলদীপ সেনের। এছাড়া একাদশে রয়েছেন বিরাট কোহলি-রিশাব পান্থের মতো ক্রিকেটাররা।