রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

  • Update Time : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / 150

স্পোর্টস ডেস্কঃ

মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মঙ্গলবার দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।

একই স্টেডিয়ামে ভোর ছয়টায় পেরুর মোকাবেলায় মাঠে নামবে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা।

কনমেবল অঞ্চলের ১০ দেশ দুটি গ্রুপে সমান ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে। ‘বি’ গ্রুপে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ভেনেজুয়েলা।

মেয়েদের কোপায় আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল। বাকি শিরোপাটি ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে টেবিলের তলানিতে আর্জেন্টিনা। লড়াইয়ে ফিরতে তাই পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই। ব়্যাঙ্কিং ব্যবধানে রোমিনা নুনেজরা ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও পেরুর থেকে এগিয়ে আছে ৩১ ধাপ।

Tag :

Please Share This Post in Your Social Media


রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

Update Time : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

স্পোর্টস ডেস্কঃ

মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মঙ্গলবার দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।

একই স্টেডিয়ামে ভোর ছয়টায় পেরুর মোকাবেলায় মাঠে নামবে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা।

কনমেবল অঞ্চলের ১০ দেশ দুটি গ্রুপে সমান ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে। ‘বি’ গ্রুপে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ভেনেজুয়েলা।

মেয়েদের কোপায় আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল। বাকি শিরোপাটি ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে টেবিলের তলানিতে আর্জেন্টিনা। লড়াইয়ে ফিরতে তাই পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই। ব়্যাঙ্কিং ব্যবধানে রোমিনা নুনেজরা ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও পেরুর থেকে এগিয়ে আছে ৩১ ধাপ।