ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই হবে সমানে সমানে: ইনজামাম
- Update Time : ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / 147
স্পোর্টস ডেস্কঃ
আর মাত্র কয়েক ঘণ্টা পরে আবুধাবিতে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডে মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। যেখানে অনেক ক্রিকেটবোদ্ধাই এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের মতে, নিউজিল্যান্ডও কোনো অংশে কম নয়।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুটো দলই সুপার টুয়েলভে চারটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। যেখানে ইংল্যান্ড একমাত্র ম্যাচটি হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট করলেও নিউজিল্যান্ড টানা চার ম্যাচ জিতেছে। প্রথম সেমিফাইনাল সম্পর্কে নিজের ইউটিউব চ্যানেলে মতামত দিয়ে পাকিস্তানি কিংবদন্তি ব্যাটার বলেছেন, ‘প্রত্যেকে ইংল্যান্ডকে ফেভরিট বলছেন। কারণ দুবছর ধরে ইংলিশরা দুর্দান্ত ক্রিকেট খেলছে। তবে নিউজিল্যান্ডও কোনো অংশে কম যায় না। তারা (নিউজিল্যান্ড) সাদা বলের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে এবং সব সংস্করণের ক্রিকেটে তারা দুর্দান্ত খেলছে।‘
কেন উইলিয়ামসন অধিনায়ক হওয়ার পর থেকেই নিউজিল্যান্ডের খেলার ধরন বদলে গেছে বলে মনে করেন ইনজামাম। কিউই অধিনায়কের প্রশংসা করে সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘সে (উইলিয়ামসন) অধিনায়ক হওয়ার পর থেকেই কিউইদের শরীরী ভাষা বদলে গেছে। তারা বিচক্ষণতার সঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। এই বিশ্বকাপেও তারা ভালো খেলছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।‘