ভারতের বিদায়ী কোচের সুরে তাল মেলালেন বাবর আজম

  • Update Time : ০১:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / 171

স্পোর্টস ডেস্কঃ

টানা বায়ো-বাবল খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ভারতের বাদ পড়া প্রসঙ্গে এমন দাবি করেছিলেন দলটির সদ্য বিদায়ী কোচ রবি শাস্ত্রি। বিষয়টিকে অনেকে খোঁড়া যুক্তি হিসেবে নিলেও, এবার শাস্ত্রির কথার সুরে তাল মেলালেন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দীর্ঘদিন বায়ো-বাবলের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট দলও। বায়ো-বাবলে থাকার চ্যালেঞ্জটা তাদেরও মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে বাবর বলেছেন, ‘পেশাদার ক্রিকেটে উত্থান-পতন আসা স্বাভাবিক। তবে টানা বায়ো-বাবলে থাকলে খেলোয়াড়দের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে।’

এবারের বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারত বাজেভাবে হারে। বিরাট কোহলির দলের এমন পারফরম্যান্সের পেছনে বাবর দেখছেন, বায়ো-বাবলের হাত।

বায়ো-বাবল কীভাবে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলছে তার ব্যাখ্যায় বাবর বলছিলেন, ‘খেলোয়াড় হিসেবে বিশ্রামের পাশাপাশি চাপ সামাল দেওয়াও আপনাকে শিখতে হবে। যখন কোনোকিছু আপনার পক্ষে যায় না, তখন একটু প্রশান্তির দরকার হয়। কিন্তু বায়ো-বাবলে থাকলে তা সম্ভব হয় না। এটাই খেলোয়াড়দের পারফরম্যান্সে বাজে প্রভাব ফেলে।’

দুবাইয়ে আগামীকাল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে সতীর্থদের সঙ্গে সময়টা উপভোগ করছেন জানিয়ে পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘আমরা একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছি। যাতে তারা কোনো বিরক্তিবোধ না করে উৎসাহবোধ করে।’

Tag :

Please Share This Post in Your Social Media


ভারতের বিদায়ী কোচের সুরে তাল মেলালেন বাবর আজম

Update Time : ০১:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্কঃ

টানা বায়ো-বাবল খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ভারতের বাদ পড়া প্রসঙ্গে এমন দাবি করেছিলেন দলটির সদ্য বিদায়ী কোচ রবি শাস্ত্রি। বিষয়টিকে অনেকে খোঁড়া যুক্তি হিসেবে নিলেও, এবার শাস্ত্রির কথার সুরে তাল মেলালেন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দীর্ঘদিন বায়ো-বাবলের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট দলও। বায়ো-বাবলে থাকার চ্যালেঞ্জটা তাদেরও মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে বাবর বলেছেন, ‘পেশাদার ক্রিকেটে উত্থান-পতন আসা স্বাভাবিক। তবে টানা বায়ো-বাবলে থাকলে খেলোয়াড়দের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে।’

এবারের বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারত বাজেভাবে হারে। বিরাট কোহলির দলের এমন পারফরম্যান্সের পেছনে বাবর দেখছেন, বায়ো-বাবলের হাত।

বায়ো-বাবল কীভাবে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলছে তার ব্যাখ্যায় বাবর বলছিলেন, ‘খেলোয়াড় হিসেবে বিশ্রামের পাশাপাশি চাপ সামাল দেওয়াও আপনাকে শিখতে হবে। যখন কোনোকিছু আপনার পক্ষে যায় না, তখন একটু প্রশান্তির দরকার হয়। কিন্তু বায়ো-বাবলে থাকলে তা সম্ভব হয় না। এটাই খেলোয়াড়দের পারফরম্যান্সে বাজে প্রভাব ফেলে।’

দুবাইয়ে আগামীকাল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে সতীর্থদের সঙ্গে সময়টা উপভোগ করছেন জানিয়ে পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘আমরা একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছি। যাতে তারা কোনো বিরক্তিবোধ না করে উৎসাহবোধ করে।’