দুই ম্যাচ হেরেই খারাপ দল হয়ে যাইনি: রোহিত শর্মা
- Update Time : ০২:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / 141
স্পোর্টস ডেস্ক:
ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তারা। এ দুই পরাজয়ে প্রায় শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল খেলার স্বপ্ন। তবে কাগজে-কলমে রয়েছে তাদের সম্ভাবনা।
যা কাজে লাগাতে বাকি থাকা তিন ম্যাচেই বড় ব্যবধানে জিততে হতো বিরাট কোহলির দলকে। এর মধ্যে প্রথমটিতে বুধবার রাতে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়েছে ভারত। যা নতুন করে আশা জাগিয়েছে ভারতের সেমিতে খেলার। তাদের বাকি দুই ম্যাচ স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে।
প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর চারিদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল জয়। আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। পরে আফগানদের থামিয়ে দেয় ১৪৪ রানে, ম্যাচ জেতে ৬৬ রানের ব্যবধানে।
এই জয়ের পর সমালোচকদের জবাব দেয়ার সুযোগ পেয়েছেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। যার ব্যাট থেকে এসেছে আট চার ও তিন ছয়ের মারে ৪৭ বলে ৭৪ রানের ইনিংস। সোজাসাপটাভাবে রোহিত জানিয়েছেন, প্রথম দুই ম্যাচ হারায় খারাপ দল হয়ে যায়নি ভারত।
ম্যাচ শেষে এ ডানহাতি ব্যাটার বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে এটি (জয়) হয়নি, তার মানে এই না যে আমরা রাতারাতি খারাপ দল হয়ে গেছি। আপনার দুইটা খারাপ ম্যাচ হওয়ার মানে এই না যে দলের সব খেলোয়াড় বাজে, যারা দল চালাচ্ছে তারা বাজে। আপনি ভুলগুলো দেখেন এবং ঘুরে দাঁড়ান। যেমনটা আমরা করেছি এই ম্যাচে।’