ভারত সেমিফাইনালে গেলে ‘মিরাকলই’ হবে

  • Update Time : ০২:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • / 167

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট হয়েই সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল ভারত। তবে পাকিস্তান আর নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে রীতিমতো দলটির সেমিফাইনালে ওঠাই পড়ে গেছে শঙ্কায়। শেষ দুই ম্যাচে যেভাবে খেলেছে দলটি, তাতে তাদের সম্ভাবনা ক্ষীণই দেখছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেছে ভারত। এ কারণেই মূলত সেমিফাইনালের পথটা সরু হয়ে গেছে দলটির। পরবর্তী রাউন্ডে যদি যেতে হয়, তাহলে দলটিকে স্কটল্যান্ড, নামিবিয়া, আর আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।

তবে পরবর্তী সূচি নয়, কোহলিদের শেষ দুই ম্যাচের পারফর্ম্যান্সই মনে ধরেনি আফ্রিদির। পাকিস্তানি এই কিংবদন্তি সম্প্রতি টুইটারে জানিয়েছেন এ কথা। লিখেছেন, ‘ভারতের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা এখনো আছে। তবে গ্রুপের বড় দুই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে যেমন খেলেছে দলটি, তাতে তাদের সেমিফাইনালে ওঠাটাই হবে অলৌকিক কিছু।’

ভারতের ঘোর দুর্দিন চললেও আফ্রিদির পাকিস্তান অবশ্য আছে বেশ আনন্দেই। বাবর আজমের দল প্রথম ম্যাচেই হারিয়েছে ভারতকে, তাও দশ উইকেটের ব্যবধানে। এরপরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে দলটি। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে পেয়েছে জয়। সব মিলিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে দলটি।

দলকে সমর্থন যোগাতে আফ্রিদিও পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সপরিবারে খেলা দেখছেন মাঠে বসে। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানও দিচ্ছেন সেটা।

Tag :

Please Share This Post in Your Social Media


ভারত সেমিফাইনালে গেলে ‘মিরাকলই’ হবে

Update Time : ০২:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট হয়েই সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল ভারত। তবে পাকিস্তান আর নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে রীতিমতো দলটির সেমিফাইনালে ওঠাই পড়ে গেছে শঙ্কায়। শেষ দুই ম্যাচে যেভাবে খেলেছে দলটি, তাতে তাদের সম্ভাবনা ক্ষীণই দেখছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেছে ভারত। এ কারণেই মূলত সেমিফাইনালের পথটা সরু হয়ে গেছে দলটির। পরবর্তী রাউন্ডে যদি যেতে হয়, তাহলে দলটিকে স্কটল্যান্ড, নামিবিয়া, আর আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।

তবে পরবর্তী সূচি নয়, কোহলিদের শেষ দুই ম্যাচের পারফর্ম্যান্সই মনে ধরেনি আফ্রিদির। পাকিস্তানি এই কিংবদন্তি সম্প্রতি টুইটারে জানিয়েছেন এ কথা। লিখেছেন, ‘ভারতের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা এখনো আছে। তবে গ্রুপের বড় দুই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে যেমন খেলেছে দলটি, তাতে তাদের সেমিফাইনালে ওঠাটাই হবে অলৌকিক কিছু।’

ভারতের ঘোর দুর্দিন চললেও আফ্রিদির পাকিস্তান অবশ্য আছে বেশ আনন্দেই। বাবর আজমের দল প্রথম ম্যাচেই হারিয়েছে ভারতকে, তাও দশ উইকেটের ব্যবধানে। এরপরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে দলটি। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে পেয়েছে জয়। সব মিলিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে দলটি।

দলকে সমর্থন যোগাতে আফ্রিদিও পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সপরিবারে খেলা দেখছেন মাঠে বসে। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানও দিচ্ছেন সেটা।