ভারত আরও দুইশ’ মেট্রিক টন অক্সিজেন দিল বাংলাদেশকে
- Update Time : ১২:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 179
মো: সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
প্রায় দুইশ’ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেন এখন বাংলাদেশে।
এ নিয়ে গত ৬ চালানে মোট ১ হাজার ২১৬ মেট্রিক টন তরল “অক্সিজেন” বাংলাদেশে এসে পৌছালো।
গতকাল সোমবার(০৯ আগষ্ট) অক্সিজেনবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি ভারতের টাটানগর থেকে লোড করে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছানোর পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যায়।
দুইশ‘ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন আসার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান। তিনি জানান, জুলাই মাসের তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ মেট্রিক টন এবং চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে এসেছে। এ নিয়ে ছয় চালানে এসেছে এক হাজার ২১৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। এ থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা।
বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওযা হয়।