বান্দরবানে ধর্মান্তরিত হওয়ায় যুবককে গুলি করে হত্যা

  • Update Time : ০১:২০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / 153

 

বান্দরবানের রোয়াংছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাফেয়া ত্রিপুরা। তিনি রোয়াংছড়ি ইউনিয়নের তুলাছড়ি পাড়ার তয়ারাম ত্রিপুরার ছে‌লে।

সম্প্রতি তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) অনুসারীদের দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানিয়েছে, ধর্মান্তরিত হওয়ায় সন্ত্রাসী গ্রুপটি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার রাতে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ে বের হলে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করতে থাকে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি পুনরায় মসজিদে ফিরে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী ও প্রশাসনের সহায়তায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানের পুলিশ এবং জেলা প্রশাসন ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্রঃ সময় টিভি

Please Share This Post in Your Social Media


বান্দরবানে ধর্মান্তরিত হওয়ায় যুবককে গুলি করে হত্যা

Update Time : ০১:২০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

 

বান্দরবানের রোয়াংছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাফেয়া ত্রিপুরা। তিনি রোয়াংছড়ি ইউনিয়নের তুলাছড়ি পাড়ার তয়ারাম ত্রিপুরার ছে‌লে।

সম্প্রতি তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) অনুসারীদের দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানিয়েছে, ধর্মান্তরিত হওয়ায় সন্ত্রাসী গ্রুপটি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার রাতে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ে বের হলে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করতে থাকে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি পুনরায় মসজিদে ফিরে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী ও প্রশাসনের সহায়তায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানের পুলিশ এবং জেলা প্রশাসন ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্রঃ সময় টিভি