পুলিশ হেডকোয়ার্টাসের নির্দেশনায় লক্ষ্মীপুরে কিশোর গ্যাং সংশ্লিষ্টদের গ্রেফতার
- Update Time : ০৪:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / 184
নিজস্ব প্রতিবেদক:
সন্ধ্যায় বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন কিশোর ও তাদের কর্মকান্ডের তথ্য ও সাক্ষ্যপ্রমানসহ একটি বার্তা বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ এর ইনবক্সে প্রেরণ করেন লক্ষীপুর জেলার একজন সচেতন নাগরিক।
.
বার্তাটি পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং লক্ষীপুর জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা কে অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করে।
.
পুলিশ সুপারের নির্দেশে অতি. পুলিশ সুপার মিমতানুর রহমান, পিপিএম জেলার সাইবার টিমকে নিয়ে কাজে নামেন। বার্তায় উল্লিখিত বিভিন্ন লিংক, ছবি ও তথ্যাদি যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে সনাক্ত করা হয়।
.
এরপর সাইবার টিমের সহায়তায় সদর থানার একটি টিম জেলার বিভিন্ন স্থানে সারারাত অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে আটক করে।
.
উল্লেখ্য, অভিযুক্তদের ব্যবহৃত অ্যাকাউন্ট সমূহে অপ্রীতিকর ও জনস্বার্থ বিরোধী নানা কর্মকান্ডের ছবি ও ভিডিওর সন্ধান পাওয়া গেছে।
.
এ ছাড়া, কিশোর গ্যাং এর নামে পরিচালিত কার্যক্রমের সাথে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমান পাওয়ায় এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
লক্ষ্মীপুর