চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 31

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ইসলাম ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্হা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০ জানুয়ারি) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী খাইরুন আহসান মারজান।

তিনি বলেন, ইতিপূর্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে পতনে সক্ষম হয়েছি।কিন্ত ইসলামের প্রতি যে বৈষম্য সে বৈষম্য রয়ে গেছে।আমাদের দেশে যে পরিমাণ সরকারী স্কুল কলেজ রয়েছে তার চেয়ে মাদ্রাসার পরিমান একে বারেই নগন্য। তাই সরকারের প্রতি আমাদের আহবান ইসলামের প্রতি সু-নজর দিন। তা না হলে আমরা আবারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ছাড়বো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,আন্দোলন করে এক ফ্যাসিস্টকে হটানো হয়েছে, নতুন করে অন্য কোনো ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠনকে আজীবনের জন্য বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। তাই সর্বদা আমাদের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে এবং পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের মাঝে নৈতিকতার বিপর্যয় ঘটেছে। আগামী দিনের নৈতিকতা সম্পন্ন ছাত্রসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ২০২৫ সেশনের নবগঠিত কমিটি সভাপতি, মোঃ রাকিব হোসেন সহ-সভাপতি, ডি এম ফয়সাল এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ২০২৫ সেশনের নবগঠিত কমিটি সভাপতি, মোঃ রাকিব হোসেন সহ-সভাপতি, ডি এম ফয়সাল এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদ্য-সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন।

ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডি এম ফয়সালের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, দ্বীনি সংগঠন চাঁদপুর জেলা শাখার ছদর মাও নুরুল আমিন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৪ সেশনের জেলা কমিটি বিলুপ্ত করে ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ২০২৫ সেশনের নবগঠিত কমিটি সভাপতি, মোঃ রাকিব হোসেন সহ-সভাপতি, ডি এম ফয়সাল এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ইসলাম ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্হা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০ জানুয়ারি) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী খাইরুন আহসান মারজান।

তিনি বলেন, ইতিপূর্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে পতনে সক্ষম হয়েছি।কিন্ত ইসলামের প্রতি যে বৈষম্য সে বৈষম্য রয়ে গেছে।আমাদের দেশে যে পরিমাণ সরকারী স্কুল কলেজ রয়েছে তার চেয়ে মাদ্রাসার পরিমান একে বারেই নগন্য। তাই সরকারের প্রতি আমাদের আহবান ইসলামের প্রতি সু-নজর দিন। তা না হলে আমরা আবারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ছাড়বো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,আন্দোলন করে এক ফ্যাসিস্টকে হটানো হয়েছে, নতুন করে অন্য কোনো ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠনকে আজীবনের জন্য বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। তাই সর্বদা আমাদের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে এবং পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের মাঝে নৈতিকতার বিপর্যয় ঘটেছে। আগামী দিনের নৈতিকতা সম্পন্ন ছাত্রসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ২০২৫ সেশনের নবগঠিত কমিটি সভাপতি, মোঃ রাকিব হোসেন সহ-সভাপতি, ডি এম ফয়সাল এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ২০২৫ সেশনের নবগঠিত কমিটি সভাপতি, মোঃ রাকিব হোসেন সহ-সভাপতি, ডি এম ফয়সাল এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদ্য-সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন।

ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডি এম ফয়সালের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, দ্বীনি সংগঠন চাঁদপুর জেলা শাখার ছদর মাও নুরুল আমিন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৪ সেশনের জেলা কমিটি বিলুপ্ত করে ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ২০২৫ সেশনের নবগঠিত কমিটি সভাপতি, মোঃ রাকিব হোসেন সহ-সভাপতি, ডি এম ফয়সাল এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।