টেকনাফে অপহরণের শিকার ১৮ বনকর্মীকে উদ্ধার
- Update Time : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / 36
অন্তর দে বিশাল:
টানা ৪৮ ঘন্টার সাঁড়াশি অভিযানে কক্সবাজার টেকনাফে অপহরণের শিকার ১৮ (আঠারো) জন বনকর্মীকে উদ্ধার করেছে “র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন” (র্যাব-১৫) এর সদস্যরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ী এলাকা থেকে অপহৃত বনকর্মীদের উদ্ধার হয়।
র্যাব-১৫ সূত্রে জানানো হয় , গত সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার জাদিমুড়ার পশ্চিম দিকে এই অপহরণের ঘটনা ঘটে। বন বিভাগের অধীনে ১৮ জন শ্রমিক টেকনাফের জাদিমুড়া সংলগ্ন পাহাড়ে বন বিভাগের কার্যক্রম করতে গিয়েছিলেন। এ সময় তাদের কিছু অস্ত্রধারী ধরে নিয়ে যায়। পরবর্তীতে ঐদিন বিকালে শ্রমিকের মাঝি জুহুর আলমের নিকট অপহরণকারী চক্রের সদস্যরা ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবী করেছে বলে জানা যায়।
র্যাবের আভিযানিক দল অপহরণের পর থেকেই হ্নীলা জাদিমুড়া, রংগীখালীর জুম্মাপাড়া ও পানখালীস্থ গহীন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেন। এ সময় ঐ এলাকার সকল টিলা ও পাহাড়ে সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযানে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে র্যাবের সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের যৌথ আভিযানিক দলের দিন-রাত নিরলস সম্মিলিত প্রচেষ্টা ও বন বিভাগের সহায়তা অপহৃত ১৮ (আঠারো) জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করে জানান, বনকর্মী অপহরণের ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার সন্দেহে সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের মূল চক্রের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।.