গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা
- Update Time : ১০:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 73
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, গাজীপুর মহানগরের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সালাউদ্দিন সরকার, কার্যকরী সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক ছিলেন মোঃ আলতাফ হোসেন সরদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস. এম. মোশাররফ হোসেন মিলন, মহাসচিব, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন; আলহাজ্ব সরাফত হোসেন সরাফত, সাবেক আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং সাবেক সভাপতি গাজীপুর জেলা ছাত্রদল; এবং এইচ. এম. আনিছুজ্জামান মানিক, সহ-সভাপতি, জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটি,সাবেক ছাএদল নেতা সৌমিক সরকার, ।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আয়ুব খান, প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদী কর্মজীবী দল, গাজীপুর মহানগর। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান মাস্টার, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কর্মজীবী দল, গাজীপুর মহানগর।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করার পাশাপাশি জনাব তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সমাজের বিভিন্ন পেশার মানুষ, কর্মজীবী নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।