নবীনগরে পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন

  • Update Time : ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / 22

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।

সোমবার(১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্ত্তী শুভর পরিচালনায় স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কামরুল হাসান ইকরাম, কানিজ ফাতেমা মিম, নাদিশা আলম, কামরুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, মো. নাদিম, আনিকা তাহসিন, আরিফুল ইসলাম রুবেল প্রমুখ।

শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষা কেন্দ্রটি নবীনগর মহিলা ডিগ্রি কলেজে স্থানান্তরের জোর দাবি জানিয়ে বলেন, নবীনগর সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির ৮টি বিষয় রয়েছে। প্রতিবছর প্রায় ৪০০ শিক্ষার্থী ৮টি বিভাগে ভর্তি হয়। বর্তমানে প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে এবং যাদের ৯০ শতাংশ মেয়ে শিক্ষার্থী। কিন্তু, স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নবীনগর সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। যাতায়াতের নানান সীমাবদ্ধতা, প্রায়ই দুর্ঘটনার শিকার হওয়া, প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষার সময় ও আসা-যাওয়া মিলিয়ে প্রায় সাত-আট ঘন্টা লেগে যাওয়া, যানবাহনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া, এমনকি বাড়ি ফিরতে রাত হয়ে গেলে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সহ চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরে স্থানান্তরের করা অত্যন্ত জরুরি। স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করে চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরের স্থানান্তর করার যথাযথ ব্যবস্থা নেব।

Tag :

Please Share This Post in Your Social Media


নবীনগরে পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন

Update Time : ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।

সোমবার(১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্ত্তী শুভর পরিচালনায় স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কামরুল হাসান ইকরাম, কানিজ ফাতেমা মিম, নাদিশা আলম, কামরুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, মো. নাদিম, আনিকা তাহসিন, আরিফুল ইসলাম রুবেল প্রমুখ।

শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষা কেন্দ্রটি নবীনগর মহিলা ডিগ্রি কলেজে স্থানান্তরের জোর দাবি জানিয়ে বলেন, নবীনগর সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির ৮টি বিষয় রয়েছে। প্রতিবছর প্রায় ৪০০ শিক্ষার্থী ৮টি বিভাগে ভর্তি হয়। বর্তমানে প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে এবং যাদের ৯০ শতাংশ মেয়ে শিক্ষার্থী। কিন্তু, স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নবীনগর সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। যাতায়াতের নানান সীমাবদ্ধতা, প্রায়ই দুর্ঘটনার শিকার হওয়া, প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষার সময় ও আসা-যাওয়া মিলিয়ে প্রায় সাত-আট ঘন্টা লেগে যাওয়া, যানবাহনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া, এমনকি বাড়ি ফিরতে রাত হয়ে গেলে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সহ চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরে স্থানান্তরের করা অত্যন্ত জরুরি। স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করে চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগরের স্থানান্তর করার যথাযথ ব্যবস্থা নেব।