ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দাবি ইবি গ্রিন ভয়েসে’র

  • Update Time : ০৬:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 24

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পরিবেশবাদী যুবসংগঠন ‘গ্রিন ভয়েস’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির অর্ধ শতাধিক সদস্য। অভিযানের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, বটতলা, ঝাল চত্বর, আমবাগান, জিয়া মোড়, প্রশাসন ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন।

সংগঠনের সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, আমাদের কর্মসূচির উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে পড়ে থাকা পলিথিন বা অপচনশীল দ্রব্যগুলো কুড়িয়ে সংগ্রহ করা। সেজন্য আমরা ১০টি টিমে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাই। তিনি আরও উল্লেখ করেন, অভিযানের সময় আমরা ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব লক্ষ্য করেছি। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, তারা যেনো ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করে।

সংগঠনটির সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, গ্রিন ভয়েসের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষায় কাজ করা। আমরা সবাই যদি একতাবদ্ধভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, তবে ক্যাম্পাসের পরিবেশের মানোন্নয়ন সম্ভব হবে। যেভাবে আমরা ‘জুলাই বিপ্লব’-এ সফল হয়েছি, তেমনিভাবে পরিবেশ রক্ষায়ও এক হয়ে কাজ করতে হবে।

সংগঠনের উপদেষ্টা এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, বর্তমান যুগে পরিবেশ রক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা নিজেরাই অসচেতনভাবে পরিবেশ দূষণ করে চলেছি। যদি আমরা পলিথিন ব্যবহারে একটু সতর্ক হই এবং সামান্য বুদ্ধি প্রয়োগ করি, তাহলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব।

Tag :

Please Share This Post in Your Social Media


ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দাবি ইবি গ্রিন ভয়েসে’র

Update Time : ০৬:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পরিবেশবাদী যুবসংগঠন ‘গ্রিন ভয়েস’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির অর্ধ শতাধিক সদস্য। অভিযানের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, বটতলা, ঝাল চত্বর, আমবাগান, জিয়া মোড়, প্রশাসন ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন।

সংগঠনের সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, আমাদের কর্মসূচির উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে পড়ে থাকা পলিথিন বা অপচনশীল দ্রব্যগুলো কুড়িয়ে সংগ্রহ করা। সেজন্য আমরা ১০টি টিমে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাই। তিনি আরও উল্লেখ করেন, অভিযানের সময় আমরা ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব লক্ষ্য করেছি। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, তারা যেনো ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করে।

সংগঠনটির সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, গ্রিন ভয়েসের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষায় কাজ করা। আমরা সবাই যদি একতাবদ্ধভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, তবে ক্যাম্পাসের পরিবেশের মানোন্নয়ন সম্ভব হবে। যেভাবে আমরা ‘জুলাই বিপ্লব’-এ সফল হয়েছি, তেমনিভাবে পরিবেশ রক্ষায়ও এক হয়ে কাজ করতে হবে।

সংগঠনের উপদেষ্টা এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবির বলেন, বর্তমান যুগে পরিবেশ রক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা নিজেরাই অসচেতনভাবে পরিবেশ দূষণ করে চলেছি। যদি আমরা পলিথিন ব্যবহারে একটু সতর্ক হই এবং সামান্য বুদ্ধি প্রয়োগ করি, তাহলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব।