যশোরে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
- Update Time : ০১:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / 7
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৯নং আরবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুলেরহাট বাজারে অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিল সহ মো.আব্দুল আজিজ(৪৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক-ফ্লা.লে.মো. রাসেল এক “প্রেস ব্রিফিং” জানিয়েছেন-“এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে”।
“এরই ধারাবাহিকতায় ০৪ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ৭’১৫ মিনিটের দিকে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক বিক্রেতা বিশেষ কৌশলে ০১ টি ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে বেনাপোল হইতে ঢাকা যাইতেছে। খবর পেয়ে আভিযানিক দলটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৯নং আরবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুলেরহাট বাজারে মেসার্স রেজা মটরস এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে ০১ টি কার্গো ট্রাক, যার রেজি নং- যশোর-ট-১১-২৪৬৯।
“ট্রাকটিকে সিগন্যাল দেওয়া মাত্রই ট্রাকের ড্রাইভার সেখানে ট্রাকটি থামিয়ে পালাবার চেষ্টা করে,কিন্তু ততক্ষণে আভিযানিক দলের সদস্যগণ আসামী ১|মোঃ আব্দুল আজিজ (৪৯), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর’কে গ্রেফতার করে। পরে ট্রাকের হুডের উপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১৯৮ (একশত আটানব্বই) বোতল ফেনসিডিল ও ট্রাকটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫,৯৪,০০০/- (পাঁচ লক্ষ চুরানব্বই হাজার টাকা মাত্র)”।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে একজন পেশাদার মাদক বিক্রেতা। বেনাপোল সীমান্ত হতে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পাচারের উদ্দেশ্যে নিজ দখলে রেখে বহন করে নিয়ে যাচ্ছিল। আসামী আব্দুল আজিজের বিরুদ্ধে মাদক আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ০২ টি মামলা বিচারাধীন রয়েছে”।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।