সূচকের উত্থানে চলছে লেনদেন
- Update Time : ০১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / 18
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর দুই ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ১৭৯ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৪৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারদর।