কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

  • Update Time : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / 25

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লা সিটি কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে ‘মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা নগরীর সিটি কলেজ মিলনায়তনে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা বন্ধুদের তালে পড়ে সিগারেট খাওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে মাদকাসক্তে জড়িয়ে পড়ে। এভাবে সমাজ-পরিবারে এ মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। সকলকে এ মাদক থেকে দূরে থাকতে হবে। আর ইয়াবা খাওয়া কিন্তু ঢাকা মেডিকেল থেকে শুরু হইছে। তারা রাত জেগে পড়া শুনার জন্য ইয়াবা খাইতো। খারাপ জিনিস যতই ভালোর জন্য খাও এটা খারাপেই থাকবে। 

তিনি আরও বলেন, ইদানিং মেয়েরাও সিগারেট খাওয়ার প্রবনতা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশুনা করেছি তাই টিএসসিতে প্রায় যাওয়া হতো। এখন সেই টিএসসিতে গেলে লজ্জা লাগে! সেই টিএসসিতে মেয়েরাও সিগারেট খায়। তারা সিগারেট খেয়ে নিজেকে স্মার্ট ভাবতেছে। সিগারেট খাওয়াতে কোন স্মার্টনেস নেই।  আমি একজন মেয়ে হয়ে সিগারেট খাওয়াকে লজ্জাজনক মনে করি। ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীরা মাদক থেকে দূরে সরে পড়াশোনায় মননশীল হতে হবে। সে পড়াশুনাটা টার্গেট নিয়ে পড়তে হবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। তোমরা উদ্যোক্তা হতে পার, ব্যবসা করতে পার।

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো: নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান। সিটি কলেজ পর্ষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আবুল কাশেম প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত খাতা, কলম,স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে “মাদক কে না বলুন”লাল কার্ড প্রদর্শন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

Update Time : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লা সিটি কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে ‘মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা নগরীর সিটি কলেজ মিলনায়তনে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা বন্ধুদের তালে পড়ে সিগারেট খাওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে মাদকাসক্তে জড়িয়ে পড়ে। এভাবে সমাজ-পরিবারে এ মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। সকলকে এ মাদক থেকে দূরে থাকতে হবে। আর ইয়াবা খাওয়া কিন্তু ঢাকা মেডিকেল থেকে শুরু হইছে। তারা রাত জেগে পড়া শুনার জন্য ইয়াবা খাইতো। খারাপ জিনিস যতই ভালোর জন্য খাও এটা খারাপেই থাকবে। 

তিনি আরও বলেন, ইদানিং মেয়েরাও সিগারেট খাওয়ার প্রবনতা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশুনা করেছি তাই টিএসসিতে প্রায় যাওয়া হতো। এখন সেই টিএসসিতে গেলে লজ্জা লাগে! সেই টিএসসিতে মেয়েরাও সিগারেট খায়। তারা সিগারেট খেয়ে নিজেকে স্মার্ট ভাবতেছে। সিগারেট খাওয়াতে কোন স্মার্টনেস নেই।  আমি একজন মেয়ে হয়ে সিগারেট খাওয়াকে লজ্জাজনক মনে করি। ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীরা মাদক থেকে দূরে সরে পড়াশোনায় মননশীল হতে হবে। সে পড়াশুনাটা টার্গেট নিয়ে পড়তে হবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। তোমরা উদ্যোক্তা হতে পার, ব্যবসা করতে পার।

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো: নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান। সিটি কলেজ পর্ষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আবুল কাশেম প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত খাতা, কলম,স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে “মাদক কে না বলুন”লাল কার্ড প্রদর্শন করেন।