লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার
- Update Time : ০৯:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 27
এরফান হোছাইন:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকায় একটি পুকুর থেকে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজ।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল আজিজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন। বিশেষ করে অন্যের পুকুর থেকে মাছ চুরি তার একটি প্রধান কর্মকাণ্ড ছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
গতকাল পুলিশ যখন আবদুল আজিজকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়, তখন সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের ধাওয়া খেয়ে সে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তবে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আবদুল আজিজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই দীর্ঘদিন ধরে আবদুল আজিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন। পুলিশের এই অভিযান এবং গ্রেপ্তারি কর্মকাণ্ডকে তারা স্বাগত জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. আলম বলেন, “আবদুল আজিজ অনেক দিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে পুলিশের এই ব্যবস্থা আমরা স্বাগত জানাই।”
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “আমরা আবদুল আজিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছিলাম। তার বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে, আইন সকলের জন্য সমান। যে কেউ যদি অপরাধ করে, তাকে আইনের শাস্তি ভোগ করতে হবে।