বীর মুক্তিযোদ্ধা মো: আবু হানিফ চৌধুরীর ১০ তম মৃত্যুবার্ষিকী আজ
- Update Time : ১১:৪৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / 80
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের হিরু চৌধুরী বাড়ির চান মিয়া চৌধুরীর ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবি সহকারী মরহুম মো: আবু হানিফ চৌধুরীর ১০ তম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৪ সালের আজকের এই দিনে চাঁদপুর শহরের ট্রাক ঘাটে হার্ট অ্যাটাকের কারণে নিজ বাড়িতে মাত্র ৬১ বছর বয়সে পৃথিবীর সকল মায়া ছেড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি ফরিদগঞ্জে ধানুয়া গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
তার ৩য় ছেলে মোঃ সালেহ চৌধুরী জানান, বাবার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মরহুমের আত্নীয় স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ।
দেশের এই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হানিফ চৌধুরী ১৯৭১ সালে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন। দেশের মানুষ তাকে আজীবন স্মরণ করবে শ্রদ্ধাবনত চিত্তে।
সালেহ চৌধুরী বলেন, আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমাদের বাবা। আমাদের বাবা সারাজীবন মানুষের উপকার করেছেন। তিনি নিজেকে নিয়ে যতটুকু ভাবতেন তার চেয়ে বেশি ভাবতেন দেশ এবং সমাজকে নিয়ে। তার জীবনের আদর্শ ছিলো মানুষের উপকার করা। খুব সাধারণভাবে চলাফেরা করা তার পছন্দ ছিলো।বাবার অবদান, ত্যাগ, স্নেহ, ভালোবাসা সকল তুলনার ঊর্ধে।
বাবা সব সময় এত অকৃত্রিম, অনাড়ম্বর ও সহজভাবে থাকতেন যে তাঁর হৃদয়ের বিশালতা, গভীরতা ও প্রজ্ঞাসহ বহুকিছুই আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। মানুষকে ভালোবাসলে, তাদের জন্য কাজ করলে ও জীবন উৎসর্গ করলে মানুষ ভালবাসায় তার প্রতিদান দেয়।
মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করি, “তিনি যেন আমাদের বাবাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন”।