আরএফএল গ্রুপের কারখানায় আগুন

  • Update Time : ০৯:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / 23

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় প্রাণ আরএফএল কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টার দিকে আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।

নরসিংদী ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করে বলেন, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটি আর নরসিংদীর তিনটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করেছে৷

পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আগুন আর বাইরে ছড়ানো সম্ভাবনা নেই। কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিভাবে কি ঘটেছে সেটিও বলা যাচ্ছে না।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৬টা ৪৫ মিনিট পর্যন্ত আগুন জ্বললেও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তিনি।

কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো।

Please Share This Post in Your Social Media


আরএফএল গ্রুপের কারখানায় আগুন

Update Time : ০৯:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় প্রাণ আরএফএল কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টার দিকে আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।

নরসিংদী ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করে বলেন, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটি আর নরসিংদীর তিনটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করেছে৷

পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আগুন আর বাইরে ছড়ানো সম্ভাবনা নেই। কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিভাবে কি ঘটেছে সেটিও বলা যাচ্ছে না।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৬টা ৪৫ মিনিট পর্যন্ত আগুন জ্বললেও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তিনি।

কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো।