খুলনায় যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : ১১:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 37

খুলনায় এবার যুবলীগ নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় এ ঘটনা ঘটে। তার নামে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে।

আল আমিন ওই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে আল আমিনের ডান পায়ের হাঁটুতে, বাম পায়ের হাঁটুর ওপরে, বাম হাতের চারটি আঙুলে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আল আমিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


খুলনায় যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : ১১:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

খুলনায় এবার যুবলীগ নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় এ ঘটনা ঘটে। তার নামে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে।

আল আমিন ওই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে আল আমিনের ডান পায়ের হাঁটুতে, বাম পায়ের হাঁটুর ওপরে, বাম হাতের চারটি আঙুলে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আল আমিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।