এসএসসি ২০২৪ উত্তীর্ণ ২০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কলেজ

  • Update Time : ০৮:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / 242

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কলেজ। জেলার মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২০ মে) কুমিল্লা কোটবাড়ির নিজস্ব ক্যাম্পাসের কুমিল্লা সিটি কলেজের হলরুমে সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা যায়, সকাল ১০ টায় ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন আজকের অনুষ্ঠানের সম্মানীত সভাপতি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো: নাদিমুল হাসান চৌধুরী  তিনি শিক্ষার্থীদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়াশোনার বিষয়ে অবহিত করেন। এছাড়াও তিনি মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে যোগ্য নাগরিক হবার বিষয়ে দিক নির্দেশনা দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক কোমলমতি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে ভর্তির পরামর্শ দেন ও কুমিল্লা সিটি কলেজের নিয়ম- শৃঙ্খলা ও বিগত বছরের সফলতা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা বলেন, আমাদের কলেজে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হলে তাদেরকে ল্যাপটব/ ট্যাব প্রদানসহ বৃত্তি প্রদান করা হবে ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বই ও ব্যাগ উপহার দেওয়া হবে। যারা এখানে উপস্থিত হয়েছে সকলের মেধাকে কাজে লাগাতে হবে। তাই ভাল প্রতিষ্ঠান নির্বাচন করতে একটু যাচাই বাছাই করে ভর্তি হবে। তিনি আরও বলেন কুমিল্লা সিটি কলেজ প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে যেমন সেরা অবস্থানে আছে, ঠিক তেমনি উচ্চ শিক্ষার স্তরেও এর বেশ সুনাম রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট সংবর্ধনা, দুপুরের খাবার ও উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।

Tag :

Please Share This Post in Your Social Media


এসএসসি ২০২৪ উত্তীর্ণ ২০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কলেজ

Update Time : ০৮:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কলেজ। জেলার মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২০ মে) কুমিল্লা কোটবাড়ির নিজস্ব ক্যাম্পাসের কুমিল্লা সিটি কলেজের হলরুমে সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা যায়, সকাল ১০ টায় ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন আজকের অনুষ্ঠানের সম্মানীত সভাপতি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো: নাদিমুল হাসান চৌধুরী  তিনি শিক্ষার্থীদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়াশোনার বিষয়ে অবহিত করেন। এছাড়াও তিনি মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে যোগ্য নাগরিক হবার বিষয়ে দিক নির্দেশনা দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক কোমলমতি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে ভর্তির পরামর্শ দেন ও কুমিল্লা সিটি কলেজের নিয়ম- শৃঙ্খলা ও বিগত বছরের সফলতা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা বলেন, আমাদের কলেজে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হলে তাদেরকে ল্যাপটব/ ট্যাব প্রদানসহ বৃত্তি প্রদান করা হবে ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বই ও ব্যাগ উপহার দেওয়া হবে। যারা এখানে উপস্থিত হয়েছে সকলের মেধাকে কাজে লাগাতে হবে। তাই ভাল প্রতিষ্ঠান নির্বাচন করতে একটু যাচাই বাছাই করে ভর্তি হবে। তিনি আরও বলেন কুমিল্লা সিটি কলেজ প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে যেমন সেরা অবস্থানে আছে, ঠিক তেমনি উচ্চ শিক্ষার স্তরেও এর বেশ সুনাম রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট সংবর্ধনা, দুপুরের খাবার ও উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।