কক্সবাজারে ৮০ লক্ষ টাকার মাদক আইস সহ এক কারবারী গ্রেফতার

  • Update Time : ০৮:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / 98

কক্সবাজার প্রতিনিধি:

র‌্যাব-১৫ এর একটি চৌকস টিমের অভিযানে কক্সবাজার সদর থানাধীন পূর্ব মুক্তারকুল দরগাহপাড়া এলাকা থেকে ৮০০ গ্রাম মাদক আইস (ক্রিস্টাল মেথ) সহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার (৪ মে)  সকালে র‌্যাব-১৫ এর সিপিএসসি’র একটি টিম অভিযান চালিয়ে মোঃ ছবি আলম (৪০) নামে একজন মাদক কারবারীকে আটক করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি  কক্সবাজারের রামু উপজেলার পূর্ব দ্বিপ্তেখান খান পাড়া গ্রামের বাসিন্দা মৃত রশিদ আহমদ এর ছেলে । 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, ক্রিস্টাল ম্যাথ ( আইস)  চালানসহ পূর্ব মুক্তারকুল দরগাহপাড়া সামনে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক কারবারী অবস্থান করছে।  যখন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আলম নামে উক্ত কারবারিকে আটক করে। 

সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আলমের হেফাজত থেকে ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত।

 সে পাশ্ববর্তী দেশ থেকে মাদক আইস চোরাচালান করে দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করত।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী বলেন,  গ্রেপ্তারকৃত  আলমের বিরুদ্ধে 

কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে  মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কক্সবাজারে ৮০ লক্ষ টাকার মাদক আইস সহ এক কারবারী গ্রেফতার

Update Time : ০৮:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

র‌্যাব-১৫ এর একটি চৌকস টিমের অভিযানে কক্সবাজার সদর থানাধীন পূর্ব মুক্তারকুল দরগাহপাড়া এলাকা থেকে ৮০০ গ্রাম মাদক আইস (ক্রিস্টাল মেথ) সহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার (৪ মে)  সকালে র‌্যাব-১৫ এর সিপিএসসি’র একটি টিম অভিযান চালিয়ে মোঃ ছবি আলম (৪০) নামে একজন মাদক কারবারীকে আটক করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি  কক্সবাজারের রামু উপজেলার পূর্ব দ্বিপ্তেখান খান পাড়া গ্রামের বাসিন্দা মৃত রশিদ আহমদ এর ছেলে । 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, ক্রিস্টাল ম্যাথ ( আইস)  চালানসহ পূর্ব মুক্তারকুল দরগাহপাড়া সামনে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক কারবারী অবস্থান করছে।  যখন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আলম নামে উক্ত কারবারিকে আটক করে। 

সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আলমের হেফাজত থেকে ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত।

 সে পাশ্ববর্তী দেশ থেকে মাদক আইস চোরাচালান করে দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করত।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী বলেন,  গ্রেপ্তারকৃত  আলমের বিরুদ্ধে 

কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে  মামলা দায়ের করা হয়েছে।