সুন্দরগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

  • Update Time : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / 56

এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ভাতিজা সিদ্দিক মিয়ার ছুরিকাঘাতে চাচা আজিজল ইসলামের (৫৩) মৃত্যু হয়েছে।

সোমবার(২৫ মার্চ) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজল মিয়া ওই গ্রামে মৃত কাছু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়ার সাথে ৫৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল চাচা আজিজল ইসলামের। কিছুদিন আগেও তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার বেলা ১১ টার দিকে পূর্বের ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপর হঠাৎ করে সিদ্দিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে আজিজল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় অন্তত চারজন। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্ত ক্ষরণে গুরুত্বর অসুস্থ্য হয় আজিজল মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম পি.পি.এম. জানান, সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযুক্তরা পলাতক থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


সুন্দরগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

Update Time : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ভাতিজা সিদ্দিক মিয়ার ছুরিকাঘাতে চাচা আজিজল ইসলামের (৫৩) মৃত্যু হয়েছে।

সোমবার(২৫ মার্চ) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজল মিয়া ওই গ্রামে মৃত কাছু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়ার সাথে ৫৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল চাচা আজিজল ইসলামের। কিছুদিন আগেও তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার বেলা ১১ টার দিকে পূর্বের ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপর হঠাৎ করে সিদ্দিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে আজিজল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় অন্তত চারজন। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্ত ক্ষরণে গুরুত্বর অসুস্থ্য হয় আজিজল মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম পি.পি.এম. জানান, সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযুক্তরা পলাতক থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।