নাভানা হাসপাতালের অপারেশন রুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও ১ লক্ষ টাকা জরিমানা

  • Update Time : ০৮:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / 97

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা

কুমিল্লা নাভানা হাসপাতালে আবারও সম্প্রতি রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। ওই হাসপাতালে অভিযান করে অপারেশন রুম বন্ধ ঘোষণার পর ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নগরীর ঝাউতলায় নাভানা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

জানা যায়, অপারেশন পরবর্তী যথাযথ সেবা প্রদানের অভাব, পোস্ট অপারেটিভ রুমে মনিটর না থাকা, স্বল্প সংখ্যক চিকিৎসকের মাধ্যমে ভর্তির রোগীদের অপর্যাপ্ত সেবা, অনুমোদন বিহীন রক্ত পরীক্ষা, রক্ত পরীক্ষা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখা, নির্ধারিত বেডের চেয়ে অতিরিক্ত বেড রাখা, বিভিন্ন রুমে অস্বাস্থ্যকর পরিবেশ প্রভৃতি বিভিন্ন অনিয়মের কারণে নাভানা হাসপাতালকে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ (স্যানিটারি ইন্সপেক্টর), জীবন রায় চৌধুরী (সাব-ইন্সপেক্টর), কোতোয়ালি মডেল থানা পুলিশাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম জানান, সিভিল সার্জন অফিসের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে, মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সকল আদেশ বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ সদা প্রস্তুত। কুমিল্লার আদর্শ সদরে প্রতি মঙ্গলবার জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি বিষয়ক অভিযোগ সমূহ উপজেলা স্বাস্থ্য অফিসে সরাসরি দাখিল এবং গন শুনানির ব্যবস্থা রয়েছে। বিধি মোতাবেক সকল কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, এ ঘটনার পূর্বেও নাভানা হাসপাতালে ভূল অপারেশনে একাধিক রুগীর মৃত্যু ও পঙ্গু হওয়ার ঘটনা ঘটেছে। সিভিল সার্জন বরাবর অভিযোগ দেয়া সত্বেও ভুক্তভোগীরা পায়নি কোন প্রতিকার। সম্প্রতি রুগীর মৃত্যুর ঘটনার পর এ অভিযান পরিচালনা করে হাসপাতালটির অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


নাভানা হাসপাতালের অপারেশন রুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও ১ লক্ষ টাকা জরিমানা

Update Time : ০৮:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা

কুমিল্লা নাভানা হাসপাতালে আবারও সম্প্রতি রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। ওই হাসপাতালে অভিযান করে অপারেশন রুম বন্ধ ঘোষণার পর ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নগরীর ঝাউতলায় নাভানা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

জানা যায়, অপারেশন পরবর্তী যথাযথ সেবা প্রদানের অভাব, পোস্ট অপারেটিভ রুমে মনিটর না থাকা, স্বল্প সংখ্যক চিকিৎসকের মাধ্যমে ভর্তির রোগীদের অপর্যাপ্ত সেবা, অনুমোদন বিহীন রক্ত পরীক্ষা, রক্ত পরীক্ষা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখা, নির্ধারিত বেডের চেয়ে অতিরিক্ত বেড রাখা, বিভিন্ন রুমে অস্বাস্থ্যকর পরিবেশ প্রভৃতি বিভিন্ন অনিয়মের কারণে নাভানা হাসপাতালকে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ (স্যানিটারি ইন্সপেক্টর), জীবন রায় চৌধুরী (সাব-ইন্সপেক্টর), কোতোয়ালি মডেল থানা পুলিশাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম জানান, সিভিল সার্জন অফিসের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে, মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সকল আদেশ বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ সদা প্রস্তুত। কুমিল্লার আদর্শ সদরে প্রতি মঙ্গলবার জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি বিষয়ক অভিযোগ সমূহ উপজেলা স্বাস্থ্য অফিসে সরাসরি দাখিল এবং গন শুনানির ব্যবস্থা রয়েছে। বিধি মোতাবেক সকল কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, এ ঘটনার পূর্বেও নাভানা হাসপাতালে ভূল অপারেশনে একাধিক রুগীর মৃত্যু ও পঙ্গু হওয়ার ঘটনা ঘটেছে। সিভিল সার্জন বরাবর অভিযোগ দেয়া সত্বেও ভুক্তভোগীরা পায়নি কোন প্রতিকার। সম্প্রতি রুগীর মৃত্যুর ঘটনার পর এ অভিযান পরিচালনা করে হাসপাতালটির অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়।