মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাজা সহ ৩ জন আটক
- Update Time : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 75
আল-আমিন ভূঁইয়া:
চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর জহিরাবাদ এলাকা থেকে তাদের আটক করে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মানিক মিয়া, নায়েক আবু কাউছারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন–মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর উপজেলায়।
মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিন যাত্রীকে দেখতে পায় নৌ-পুলিশের সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌ-পুলিশের সদস্যরা তাদের গতিরোধ করে ট্রলাটিতে তল্লাশি চালিয়ে তিনটি সাদা বস্তা দেখতে পায়। পরে বস্তার ভেতর থেকে ১১টি প্যাকেটের ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা বহনকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।
মুনিরুজজ্জামান জানান, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক পাঁচ লাখ ২৮ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।