বিতর্কিত জাতীয় শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে মানববন্ধনে বক্তারা-

  • Update Time : ০১:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 55

ট্রান্সজেন্ডার-সমকামিতা বন্ধ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন-সংগ্রামের মধ্যে দমন করা হবে

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

বর্তমানে শিক্ষা সিলেবাসে কুরআন সুন্নাহ বিরোধী, অযৌক্তিক ডারউইনের বিবর্তনতত্ত্ব যুক্ত করার মাধ্যমে আমাদের ঈমানের উপর আঘাত করা হয়েছে। ট্রান্সজেন্ডার-সমকামিতা সমর্থনকারী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে হুশিয়ার করে বলেন এ সমর্থন বন্ধ না করলে দেশব্যাপী কঠোর আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে দমন করা হবে এবং কোনোভাবেই বাংলাদেশে সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে শনিবার কুমিল্লা টাউনহলের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

তারা আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা শিক্ষাক্রম সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে। ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরও পতনের সম্মুখীন হবে। আমাদের সন্তানদের শিক্ষা ও জীবন আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম ও মুসলমানদের ইতিহাস বিকৃত করা হয়েছে। একটি মুসলিম অধ্যুষিত দেশে হিন্দুত্ববাদী সিলেবাস মেনে নেয়া যায় না। যাঁরা এই সিলেবাস রচনা করেছে তাঁদের তদন্ত সাপেক্ষ বিচারের দাবী জানাচ্ছি।

কুমিল্লা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি শায়খুল হাদীস আল্লামা মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শায়খুল হাদীস আমিনুল ইসলাম, মাওলানা তৈয়্যব, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী,
মাওলানা নূর হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, মাওলানা এনামুল হক।

Tag :

Please Share This Post in Your Social Media


বিতর্কিত জাতীয় শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে মানববন্ধনে বক্তারা-

Update Time : ০১:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

ট্রান্সজেন্ডার-সমকামিতা বন্ধ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন-সংগ্রামের মধ্যে দমন করা হবে

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

বর্তমানে শিক্ষা সিলেবাসে কুরআন সুন্নাহ বিরোধী, অযৌক্তিক ডারউইনের বিবর্তনতত্ত্ব যুক্ত করার মাধ্যমে আমাদের ঈমানের উপর আঘাত করা হয়েছে। ট্রান্সজেন্ডার-সমকামিতা সমর্থনকারী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে হুশিয়ার করে বলেন এ সমর্থন বন্ধ না করলে দেশব্যাপী কঠোর আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে দমন করা হবে এবং কোনোভাবেই বাংলাদেশে সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে শনিবার কুমিল্লা টাউনহলের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

তারা আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা শিক্ষাক্রম সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে। ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরও পতনের সম্মুখীন হবে। আমাদের সন্তানদের শিক্ষা ও জীবন আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম ও মুসলমানদের ইতিহাস বিকৃত করা হয়েছে। একটি মুসলিম অধ্যুষিত দেশে হিন্দুত্ববাদী সিলেবাস মেনে নেয়া যায় না। যাঁরা এই সিলেবাস রচনা করেছে তাঁদের তদন্ত সাপেক্ষ বিচারের দাবী জানাচ্ছি।

কুমিল্লা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি শায়খুল হাদীস আল্লামা মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শায়খুল হাদীস আমিনুল ইসলাম, মাওলানা তৈয়্যব, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী,
মাওলানা নূর হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, মাওলানা এনামুল হক।