খুবির শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

  • Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 68

খুলনা প্রতিনিধিঃ
দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।

তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অবরোধ চলাকালে বাসশ্রমিকদের দুই জনকে আটক করা হয়। এরপর ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে।’

Tag :

Please Share This Post in Your Social Media


খুবির শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

খুলনা প্রতিনিধিঃ
দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।

তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অবরোধ চলাকালে বাসশ্রমিকদের দুই জনকে আটক করা হয়। এরপর ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে।’