কুমিল্লা আদর্শ সদরে অনিবন্ধিত ক্লিনিক সিলগালা ও জরিমানা
- Update Time : ০৮:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 97
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন বিহীন রক্ত পরীক্ষা সিটি স্ক্যান সহ অন্যান্য কার্যক্রম চলমান থাকায় সিটি স্ক্যান রুমটি সিলগালা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কুমিল্লা আদর্শ সদরে অনুমতি বিহীন অনেক হাসপাতাল ও ক্লিনিক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এখন বিশেষ অভিযান পরিচালনা করেন আদর্শ সদরের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা একটি নিয়মিত কার্যক্রম। মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে, মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সকল আদেশ বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ সদা প্রস্তুত। কুমিল্লার আদর্শ সদরে প্রতি মঙ্গলবার জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি বিষয়ক অভিযোগ সমূহ উপজেলা স্বাস্থ্য অফিসে সরাসরি দাখিল এবং গন শুনানির ব্যবস্থা রয়েছে। বিধি মোতাবেক সকল কার্যক্রম পরিচালিত হবে এবং বেসরকারি পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানসহ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন আদর্শ সদরের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ (স্যানিটারি ইন্সপেক্টর), জীবন কৃষ্ণ চক্রবর্তী (হেলথ ইন্সপেক্টর) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।